টিভির নেশা সর্বানাশা, কমিয়ে দেয় বাচ্চাদের IQ
খেলার মাঠ দখল করেছে ইঁট, সিমেন্টের ইমারত। বই পড়ার অভ্যাসতো কবেই ফসিল হয়েছে। ভারি পড়ার ব্যাগটার বোঝা বাকি রেখে আজকের শৈশব তাই কিছুটা মুক্তি খুঁজে নেয় টিভির পর্দার মধ্যে। কিন্তু বোধহয় খুদেদের সেই আনন্দেও এবার ফুলস্টপ পড়তে চলেছে। নতুন এক সমীক্ষায় উঠে এসেছে অতিরিক্ত টিভির নেশা বাচ্চাদের বুধ্যাঙ্ক (IQ) কমিয়ে দেয়।
খেলার মাঠ দখল করেছে ইঁট, সিমেন্টের ইমারত। বই পড়ার অভ্যাসতো কবেই ফসিল হয়েছে। ভারি পড়ার ব্যাগটার বোঝা বাকি রেখে আজকের শৈশব তাই কিছুটা মুক্তি খুঁজে নেয় টিভির পর্দার মধ্যে। কিন্তু বোধহয় খুদেদের সেই আনন্দেও এবার ফুলস্টপ পড়তে চলেছে। নতুন এক সমীক্ষায় উঠে এসেছে অতিরিক্ত টিভির নেশা বাচ্চাদের বুধ্যাঙ্ক (IQ) কমিয়ে দেয়।
অতিরিক্ত টিভি দেখলে শিশুদের মস্তিষ্কের ফ্রন্টোপোলার অঞ্চলের গঠনের পরিবর্তন হয়। মস্তিষ্কের এই অঞ্চলটি বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণের সঙ্গে সম্পর্ককীত।
জাপানের তোহোকু বিশ্ববিদ্যালয়ের গবেষকরা পাঁচ থেকে ১৮ বছর বয়সী ২৭৬ জন শিশুর উপর পরীক্ষা চালিয়ে দেখেছেন যে শিশুরা টেলিভিশনের সামনে অতিরিক্ত সময় কাটায় তাদের মস্তিষ্কের ফ্রন্টোপোলার অঞ্চলে বেশি সংখ্যক মস্তিষ্ক কোষ থাকে। গবেষকরা জানিয়েছেন যে শিশুদের IQ অপেক্ষাকৃত বেশি তাদের ফ্রন্টোপোলার অঞ্চলে মস্তিষ্ক কোষের সংখ্যা কম হয়।