পাঞ্জাবের জেলে দুষ্কৃতি হামলা, চলল গুলি, ফেরার ৫ জঙ্গি

১০ জনের সশস্ত্র দুষ্কৃতী দল আজ সকালে হামলা চালাল পাঞ্জাবের নাভা জেলে। প্রায় ১০০ রাউন্ড গুলি চালানোর পাশাপাশি সেখান থেকে খালিস্থান লিবারেশন ফোর্সের প্রধান হার্মিন্দর সিং সহ চারজনকে ছাড়িয়ে নিয়ে যায় দুষ্কৃতিরা। এই ঘটনার পরই গোটা এলাকায় তল্লাশি শুরু হয়েছে। নামানো হয়েছে সেনাবাহিনীকে।

Updated By: Nov 27, 2016, 11:11 AM IST
পাঞ্জাবের জেলে দুষ্কৃতি হামলা, চলল গুলি, ফেরার ৫ জঙ্গি

ওয়েব ডেস্ক : ১০ জনের সশস্ত্র দুষ্কৃতী দল আজ সকালে হামলা চালাল পাঞ্জাবের নাভা জেলে। প্রায় ১০০ রাউন্ড গুলি চালানোর পাশাপাশি সেখান থেকে খালিস্থান লিবারেশন ফোর্সের প্রধান হার্মিন্দর সিং সহ চারজনকে ছাড়িয়ে নিয়ে যায় দুষ্কৃতিরা। এই ঘটনার পরই গোটা এলাকায় তল্লাশি শুরু হয়েছে। নামানো হয়েছে সেনাবাহিনীকে।

জানা গেছে, আজ সকালে হঠাত্‍ই পাতিয়ালার ওই জেলে ঢুকে পড়ে দুষ্কৃতিরা। পুলিস জানিয়েছে তারা পুলিসের পোশাক পড়ে এসেছিল সেখানে। জেলে ঢুকেই এলোপাতারি গুলি চালাতে শুরু করে দেয় দুষ্কৃতিরা। প্রায় ১০০ রাউন্ড গুলি চালায় তারা। কেউ বুঝে ওঠার আগেই খালিস্থানি জঙ্গি হার্মিন্দর সিং, গুরপ্রীত সিং, ভিকি গোন্দ্রা, নীতিন দেওল ও বিক্রমজিত্‍ সিংকে নিয়ে সেখানে থেকে পালিয়ে যায়।

এই ঘটনার পরই ভারত-পাকিস্তান সীমান্ত জুড়ে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। জারি রয়েছে তল্লাশি।

.