১১ লাখ ৪৪ হাজার 'জাল, নকল' প্যান কার্ড বাতিলের সিদ্ধান্ত কেন্দ্রের
ওয়েব ডেস্ক : প্যান কার্ড নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কেন্দ্রের। ১১ লাখ ৪৪ হাজার ২১১টি প্যান কার্ড বাতিলের সিদ্ধান্ত নিল কেন্দ্র। এরমধ্যে বেশিরভাগই হয় নকল, নয়ত জাল। বিশেষ সফ্টওয়্যারের মাধ্যমে এই প্যান কার্ডগুলি বাতিল করে দেবে আয়কর অফিসাররা।
কেন্দ্র জানিয়েছে, কোনও কোনও ক্ষেত্রে এক ব্যক্তির কাছে একাধিক প্যান কার্ড ছিল। অনেকে আবার মিথ্যা নামে ভুয়ো প্যান কার্ডও বানিয়েছিল। রাজ্যসভায় কেন্দ্রীয় অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী সন্তোষ কুমার গাঙ্গোয়ার আজ জানান, সারা দেশে ৮,২৩৯টি সমীক্ষা চালানো হয়। সেই সমীক্ষার উপর ভিত্তি করে ২৭ জুলাই একটি রিপোর্ট পেশ করা হয়। সেখানেই চিহ্নিত করা হয় ১১ লক্ষ ৪৪ হাজার 'নকল, জাল' প্যান কার্ড।
আরও পড়ুন, ৭ বছরে রেকর্ড কমল রেপো রেট, কমতে পারে গৃহঋণে সুদের হার