বিপাশায় নিখোঁজ ছাত্র-ছাত্রী: প্রাথমিক রিপোর্ট চাইল হাইকোর্ট, দেহ মিলল আরও ১ জনের

বিপাশা নদীতে ২৪জন ইঞ্জিনিয়ারিং ছাত্র-ছাত্রী নিখোঁজ হওয়ার হিমাচলপ্রদেশ সরকারকে প্রাথমিক রিপোর্ট দেওয়ার নির্দেশ দিল হাইকোর্ট। এই দুর্ঘটনাকে `গুরুতর অবহেলা` নাম দিয়ে ১৬ জুনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

Updated By: Jun 10, 2014, 12:59 PM IST

বিপাশা নদীতে ২৪জন ইঞ্জিনিয়ারিং ছাত্র-ছাত্রী নিখোঁজ হওয়ার হিমাচলপ্রদেশ সরকারকে প্রাথমিক রিপোর্ট দেওয়ার নির্দেশ দিল হাইকোর্ট। এই দুর্ঘটনাকে `গুরুতর অবহেলা` নাম দিয়ে ১৬ জুনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

আজ সকাল অবধি উদ্ধারকার্যে ৫ জনের দেহ খোঁজ পাওয়া যায়। মৃতদেহ গুলি হায়দরাবাদ পাঠানো হয়েছে। এদিকে কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী মুখ্যমন্ত্রী বিদর্ভ সিং-র সঙ্গে কথা বলেছেন। বিপর্যয় মোকাবিলা করতে সব রকম সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন রাহুল গান্ধী।

গত রবিবার লারজি জলবিদ্যুত্ কেন্দ্র থেকে হঠাত বিপাশা নদীতে জল ছাড়ায় ভেসে যান ২৬ জন পর্যটক। এর মধ্যে ২৪ জন ছিলেন হায়দরাবাদের ভিএনআর বিজ্ঞান জ্যোতি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রছাত্রী। তাদের সহপাঠিরা অভিযোগ করেন, কোনও সতর্কবার্তা না দিয়েই বিপাশা নদীতে জল ছাড়া হয়েছিল। যদিও লারজি জলবিদ্যুৎ কেন্দ্র কতৃপক্ষ এই অভিযোগ খারিজ করে জানিয়েছে, জল ছাড়ার আগে রেড অ্যালার্ট দেওয়া হয়েছিল। কর্তৃপক্ষের দাবি গ্রামবাসীরাও পড়ুয়াদলটিকে সতর্ক করে দিয়েছিলেন।

ইতিমধ্যেই হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী বিদর্ভ সিং জেলাস্তরে সংশ্লিষ্ট বিভাগকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন। সাসপেন্ড করা হয়েছে জলবিদ্যুৎ প্রকল্পের রেসিডেন্ট ইঞ্জিনিয়ারকে।

Helpline numbers:- 040-23202813, 01905-223374, 09440815887.

.