বানভাসি গুজরাত থেকে বায়ুসেনার কপ্টারে উদ্ধার আহত কিশোর

Updated By: Jul 31, 2017, 09:31 AM IST
বানভাসি গুজরাত থেকে বায়ুসেনার কপ্টারে উদ্ধার আহত কিশোর

ওয়েব ডেস্ক: গুজরাতের বানভাসি এলাকা থেকে গুরুতর আহত কিশোরকে উদ্ধার করল বায়ুসেনা। পাটন জেলার বিসমিল্লাগড় গ্রামে ওই কিশোর আটকে পড়ে। তার শরীরের অসংখ্য হাড় ভাঙা। জীবনশক্তিও ক্ষীণ। রাজ্য সরকারের তরফে এই বার্তা পেয়েই ত্রাণ পৌছনোর কাজে নিযুক্ত একটি MI-17V5 হেলিকপ্টারকে ঘটনাস্থলে পাঠায় বায়ুসেনা। কিন্তু হেলিকপ্টারে উইঞ্চিংয়ের ব্যবস্থা করা ছিল না। যুদ্ধকালীন তত্‍পরতায় সেই ব্যবস্থা করেন বায়ুসেনা কর্মীরা। দ্বিতীয় বাধা হয়ে দাঁড়ায় অসংখ্য হাই টেনশন তার ও বিকেলের পড়ে আসা আলো। এই পরিস্থিতিতে অতি সাবধানে ক্রেডল নামিয়ে কিশোর ও তার বাবাকে তোলা হয়। তাদের দুজনকে পৌছে দেওয়া হয় তারায় মেডিক্যাল ক্যাম্পে।

.