জল-বিদ্যুৎ দিয়ে গ্রাম আলো করলেন এক কৃষক

মুগ্ধ ভিভিএস লক্ষ্মণ ওই কৃষককে কুর্নিশ করে টুইটে লিখলেন 'অবিশ্বাস্য'!

Updated By: Jan 6, 2021, 06:17 PM IST
জল-বিদ্যুৎ দিয়ে গ্রাম আলো করলেন এক কৃষক

নিজস্ব প্রতিবেদন: ওয়াটার মিল থেকে বিদ্য়ুৎ তৈরি করে গ্রামকে আলোকিত করলেন কর্ণাটকের এক কৃষক।

বিরল উদ্ভাবনী ক্ষমতাসম্পন্ন কর্ণাটকের (Karnataka)এই কৃষকের নাম সিদাপ্পা হুলযোগী (siddappa huljogi)। বিদ্যুতের জন্য হাবলি ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (Hubli Electricity Supply Company Limited) সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছেন তিনি। কিন্তু বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিতই থেকেছেন অতি সাধারণ পরিবারের এই চাষি। তাঁর অভিযোগ, তাঁর আবেদনে সাড়া দেয়নি স্থানীয় প্রশাসনও।
  
তখনই সিদাপ্পা কোমর বেঁধে নেমে পড়েন। বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া খালের জল থেকে বিদ্যুৎ তৈরি করে ফেলেন তিনি। এবং ক্রমে গড়ে তোলেন এক অভিনব ওয়াটার-মিল। 

 

সম্প্রতি, আক্ষরিক অর্থেই 'জল'বিদ্যুৎ উৎপাদন করে ফেলা এই সিদ্দাপ্পাকে নিয়ে টুইট করেন প্রাক্তন ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman)। কুর্নিশ জানান তাঁর এই প্রচেষ্টাকে। টুইটে লক্ষ্মণ লেখেন-- অবিশ্বাস্য! মাত্র ৫০০০ টাকা খরচ করেই ওই কৃষক ১৫০ ওয়াট বিদ্যুৎ উৎপাদন করছেন!

Also Read: সোনিয়া গান্ধী ও মায়াবতীকে ভারতরত্ন দিক মোদী সরকার, দাবি Congress নেতার

 

.