CIA-এর হাতে আধার তথ্য? আশঙ্কা ওড়ালেন আধিকারিকরা
ওয়েব ডেস্ক : একটা টুইট, আর সেই টুইট ঘিরেই দানা বাঁধে জল্পনা। দেখা দেয় আশঙ্কা। উইকিলিকসের টুইটার হ্যান্ডেল থেকে করা ওই টুইটে দাবি করা হয়, মার্কিন গোয়েন্দা সংস্থা CIA এমন একটি সিস্টেম তৈরি করেছে, যার মাধ্যমে সারা বিশ্বে বিভিন্ন দেশের বায়োমেট্রিক ডেটা চুরি করা যাবে। এর পরই উস্কে ওঠে জল্পনা। তবে কি ভারতের আধার তথ্য ফাঁস হয়ে গেছে? CIA চুরি করেছে আধারের বায়োমেট্রিক ডেটা?
RELEASE: CIA 'Express Lane' system for stealing the biometric databases of its 'partner' agencies around the world. https://t.co/8FefOS2Ljl pic.twitter.com/LPwlAd0Tgr
— WikiLeaks (@wikileaks) August 24, 2017
ভারতের আধার সার্ভারে রয়েছে ১১৫ কোটি দেশবাসীর ব্যক্তিগত তথ্য। যদিও, UIDAI-এর পক্ষ থেকে আধিকারিকরা জানিয়েছেন, কোনওভাবে কোনও তথ্য চুরি যায়নি বা ফাঁস হয়নি। আশঙ্কা ভিত্তিহীন। একইসঙ্গে অযথা গুজব বা আতঙ্ক ছড়াতেও নিষেধ করেন আধিকারিকরা।
প্রসঙ্গত উল্লেখ্য, ক্রস ম্যাচ টেকনোলজিস বলে যে মার্কিন প্রযুক্তি সংস্থা CIA-কে প্রযুক্তিগত সহযোগিতা দিয়ে থাকে, UIDAI-কেও তারাই বায়োমেট্রিক সহযোগিতা দিয়ে থাকে।
আরও পড়ুন, সু্প্রিম রায়ে বন্ধ হচ্ছে না আধার-প্যান সংযুক্তিকরণ