অফিসিয়াল টুইটার হ্যান্ডেল নেই অভিনন্দনের, ভুয়ো অ্যাকাউন্টেই বাড়ছে ফলোয়ার
কোনটা আসল, কোনটা নকল বোঝা দায়। তবে, পাক হেফাজতে অভিনন্দনের থাকার খবর ছড়াতেই ওই অ্যাকাউন্টে ফোলোয়ার সংখ্যার জোয়ার দেখা দেয়
নিজস্ব প্রতিবেদন: অভিনন্দন বর্তমান এখন আন্তর্জাতিক হিরো। তাঁর নামে নবজাতকের নাম রাখা হচ্ছে। তাঁর সিগনেচার গোঁফে মসগুল যুবারা। পেল্লাই গোঁফ রাখার হিড়িক পড়েছে ভক্তদের মধ্যে। পাশাপাশি, ভার্চুয়াল জগতেও খোঁজ চলছে যদি ওনাকে ধরা যায়। টুইটারে ঢুঁ মারলেই অভিনন্দের নামে একাধিক অ্যাকাউন্ট।
কোনটা আসল, কোনটা নকল বোঝা দায়। তবে, পাক হেফাজতে অভিনন্দনের থাকার খবর ছড়াতেই ওই অ্যাকাউন্টে ফোলোয়ার সংখ্যার জোয়ার দেখা দেয়। তবে ভারতীয় বায়ুসেনার তরফে জানানো হয়েছে, টুইটারে অভিনন্দের কোনও অফিসিয়াল অ্যাকাউন্ট নেই। এমনকি যে সব ভুয়ো অ্যাকাউন্ট সোশ্যাল মিডিয়ায় অবাধে ঘুরে বেড়াচ্ছে, সেগুলো চিহ্নিত করে প্রকাশ করে বায়ুসেনা।
#FAKE ACCOUNTS : Wg Cdr Abhinandan Varthaman does not have a social media account on any portal (Facebook /Instagram /Twitter). Please avoid following any fake accounts being used in the name of any IAF Airwarrior for spreading misinformation.
Jai Hind!!! pic.twitter.com/nG8C7ZUkQ6— Indian Air Force (@IAF_MCC) March 6, 2019
আরও পড়ুন- শিলান্যাসে নাম নেই! বিধায়ককে জুতো দিয়ে পেটালো বিজেপি সাংসদ, দেখুন ভিডিয়ো
অভিনন্দনের সাহসিকতায় মুগ্ধ ভারত এবং পাকিস্তানের দুই দেশের ভক্তরাই। গত ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের এফ ১৬ যুদ্ধবিমানকে তাড়া করতে গিয়ে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে পড়েন অভিনন্দন। সেখানে এত টুকু বিচলিত হওয়া তো দূর, অত্যন্ত সাহসের সঙ্গে মোকাবিলা করেন তিনি। এমনকি তাঁর বুদ্ধিদীপ্ত আচরণে পাক সেনা মুগ্ধ বলে এমনও খবর উঠে আসে। উল্লেখ্য, কূটনৈতিক চাপে পড়ে ১ মার্চে ভারতের হাতে তুলে দেয় পাকিস্তান।