দুর্নীতি প্রশ্নে ফের মনমোহনকে নিশানা আডবাণীর

দুর্নীতি ইস্যুতে ফের প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর বিরুদ্ধে সরব হলেন লালকৃষ্ণ আডবাণী। প্রধানমন্ত্রীর প্রতি তিনি সবরকম শ্রদ্ধা হারিয়ে ফেলেছেন বলে জানান প্রবীণ বিজেপি নেতা।

Updated By: Oct 31, 2011, 12:48 PM IST

দুর্নীতি ইস্যুতে ফের প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর বিরুদ্ধে সরব হলেন লালকৃষ্ণ আডবাণী। প্রধানমন্ত্রীর প্রতি তিনি সবরকম শ্রদ্ধা হারিয়ে ফেলেছেন বলে জানান প্রবীণ বিজেপি নেতা।ইউপিএ সরকারের মতো এত দুর্নীতিগ্রস্ত সরকারও  দেখেননি বলে দাবি করেন তিনি।
গতকাল কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুতে জনসভা করার পর এদিন তাঁর জনচেতনা রথ নিয়ে রাজ্যের বন্দর-শহর ম্যাঙ্গালোর এসে পৌঁছেছেন বিজেপির লৌহপুরুষ। যদিও কন্নড় মুলুকে তাঁর দুর্নীতি বিরোধী রথযাত্রা নিয়ে ইতিমধ্যেই বিতর্কের ঝড় উঠেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা-সহ রাজ্যের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় বিজেপি নেতা এখন বিভিন্ন জমি, খনি ও আর্থিক কেলেঙ্কারির দায়ে জেলে রয়েছেন। এই পরিস্থিতিতে দুর্নীতির বিরুদ্ধে রথযাত্রায় বেরিয়ে নিজের দলেরই দুর্নীতি নিয়ে বারাবার বিব্রত হতে হচ্ছে আডবাণীকে। রাজ্যের বিরোধী দল কংগ্রেসের সমর্থকরা এদিন চেতনারথের যাত্রাপথে কালো পতাকা নিয়ে বিক্ষোভও দেখিয়েছে।

.