প্রথমবার ভারতের আকাশে দেখা দিল পবিত্র আইবিস পাখি, লকডাউনের সুফল!

ভারতের আকাশে দেখা গেল বিরল পাখি। 

Updated By: Jun 16, 2020, 02:17 PM IST
প্রথমবার ভারতের আকাশে দেখা দিল পবিত্র আইবিস পাখি, লকডাউনের সুফল!

নিজস্ব প্রতিবেদন- করোনাভাইরাসের প্রকোপ কমাতে সারা বিশ্বের বহু দেশে লকডাউন। দুই মাসের বেশি সময় ধরে এই লকডাউন-এর ফলে প্রকৃতি কিন্তু ধীরে ধীরে সেরে উঠেছে। মানুষের জন্য প্রকৃতির যে ক্ষয়ক্ষতি হয়েছিল লকডাউনে তার অনেকটাই সেরেছে। লকডাউন-এর জন্য রাস্তায় মানুষের ঢল নামেনি। পাহাড়, সমুদ্র,  জঙ্গলে পর্যটকদের ভিড় নেই। এই সুযোগে সমুদ্রের পাড়ে ডিম দিতে এসেছিল কয়েক লাখ কচ্ছপ। দেশের বহু জায়গায় রাস্তায় বন্যপ্রাণীদের আনাগোনা দেখা গিয়েছে। মানুষের উৎপাত বন্ধ হতেই প্রকৃতি ও বন্য জীবজন্তুরা যেন একটু খোলামেলা বাতাস পাচ্ছে। বহুদূর থেকে দেখা গিয়েছে এভারেস্টের চূড়া। দূষণের পরিমাণ কমেছে। এক কথায় বলতে গেলে মানুষের আর্থিক ক্ষতি হয়েছে ঠিকই। তবে প্রকৃতি যেন স্বমহিমায় দেখা দিয়েছে। লকডাউন-এর সুফল কী হল তার একটি উদাহরণ পাওয়া গেল আবার। ভারতের আকাশে দেখা গেল বিরল পাখি। 

ভদোদরার আকাশে দেখা মিলল পবিত্র আইবিস পাখির। আফ্রিকানরা এই পাখিকে পবিত্র বলে মনে করে। ভদোদরার আকাশে আইবিস পাখির ছবি তুলে নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন সোরং দালভি নামের এক ইঞ্জিনিয়ার। ভদোদরার সান ফার্মা রোডে তাঁর বাড়ি। পেশায় ইঞ্জিনিয়ার হলেও পশু পাখির প্রতি তাঁর প্রেম রয়েছে। তাই সময় পেলেই পশুপাখির ছবি তুলতে ক্যামেরা হাতে বেরিয়ে পড়েন তিনি। আর এই নেশার টানে এবার নতুন এক আবিষ্কার করে ফেললেন তিনি। পাখি বিশারদরা জানিয়েছেন, এর আগে কখনো ভারতের আকাশে আইবিস পাখি দেখা যায়নি। সোরং জানিয়েছেন, ভদোদরার একটি জঙ্গল থেকে তিনি ওই পাখির ছবিটি প্রথমে তুলেছিলেন। নিজে দেখে পাখিটিকে চিনতে পারেননি। তারপর বন্ধুকে গিয়ে সেই ছবি দেখান। এরপর এমএস প্রাণিবিদ্যা বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয় সেই পাখির ছবি। তারা নিশ্চিত করে ছবিটি আসলে আফ্রিকান আইবিস পাখির।

আরও পড়ুন- ২১শে জুনের সূর্যগ্রহণের পরই পৃথিবী থেকে করোনার বিদায়! দাবি ভারতীয় পরমাণু বিজ্ঞানীর

পাখি বিশেষজ্ঞরা জানিয়েছেন আইবিস পাখি বিচরণ ক্ষেত্র দক্ষিণ থেকে মধ্য আফ্রিকা। কখনো কখনো কাজাকিস্তান, তুরস্ক, ইরাক ও রাশিয়ায় দেখা মেলে এই পাখির। তবে এর আগে কখনো ভারতে আইবিস পাখি দেখা যায়নি। আকাশ পথে বিমান চলাচল বন্ধ। পাখিরা এক দেশ থেকে আরেক দেশে উড়ছে। পাখি বিশারদরা মনে করছেন, আরও বেশ কয়েকটি আইবিস পাখি ভদোদরার ওই অঞ্চলে এসেছে।

.