বিচারের শীর্ষ আসনে কলকাতার কবীর
ফের দেশের শীর্ষ আসনে কলকাতার এক কৃতি। শনিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি আলতামাস করীর। ৬৮ বছরের কবীর আগামী জুলাই মাস পর্যন্ত দেশের প্রধান বিচারপতি হিসেবে কাজ করবেন। তিনি বিচারপতি এস এইচ কাপাডিয়ার স্থলাভিষিক্ত হলেন।
ফের দেশের শীর্ষ আসনে কলকাতার এক কৃতি। শনিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি আলতামাস করীর। ৬৮ বছরের কবীর আগামী জুলাই মাস পর্যন্ত দেশের প্রধান বিচারপতি হিসেবে কাজ করবেন। তিনি বিচারপতি এস এইচ কাপাডিয়ার স্থলাভিষিক্ত হলেন। এদিন রাষ্ট্রপতি ভবনের অশোকা হলে তাঁকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।
২০০৫ এর ৯সেপ্টেম্বর আলতামাস কবীর সুপ্রিম কোর্টের বিচারপতি নিযুক্ত হন। বিচারপতি হিসেবে মানবাধিকার ও নির্বাচন বিধি সংক্রান্ত বেশ কিছু মামলায় গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন আলতামাস কবীর। প্রধানমন্ত্রী মনমোহন সিং সহ উপরাষ্ট্রপতি হামিদ আনসারি, ইউপিএ সভানেত্রী সোনিয়া গান্ধী ও অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরা শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেইসঙ্গে উপস্থিত ছিলেন প্রবীণ বিজেপি নেতা এল কে আডবানী, রাজ্যসভার বিরোধী দলনেতা অরুণ জেটলি। সমাজবাদী দলের তরফে ছিলেন মুলায়ম সিং যাদব এবং আরজেডি নেতা লালু প্রসাদ যাদব।
১৯৪৮এর ১৯জুলাই, কলকাতায় জন্ম কবীরের। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং এমএ পাশ করার পর আইনজীবী হিসাবে কাজ শুরু করেন তিনি। ৬ অগাস্ট, ১৯৯০-এ তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হন। সম্প্রতি, আলতামাস কবীর ইতালিয়ান নাবিকদের হাতে দুই ভারতীয় মৎস্যজীবী নিহত হওয়ার মামালায় বিচারপতি বেঞ্চের শরিক ছিলেন।