অন্য কোন দেশের হয়ে কাজ করি না: প্রধানমন্ত্রী
সংস্কারের পক্ষে ফের জোরদার সওয়াল করলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। গত শুক্রবার গুজরাত মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর বিরুদ্ধে `বিদেশী`দের সুবিধার্তে কাজ করার অভিযোগ আনেন। শনিবার এই বিজেপি নেতার সব অভিযোগকে উড়িয়ে দিয়ে মনমোহন সিং বলেন দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা কে চাঙ্গা করার জন্য প্রয়োজনীয় সমস্ত কিছু করতে তাঁর সরকার পিছপা হবেনা।
সংস্কারের পক্ষে ফের জোরদার সওয়াল করলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। গত শুক্রবার গুজরাত মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর বিরুদ্ধে `বিদেশী`দের সুবিধার্তে কাজ করার অভিযোগ আনেন। শনিবার এই বিজেপি নেতার সব অভিযোগকে উড়িয়ে দিয়ে মনমোহন সিং বলেন দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা কে চাঙ্গা করার জন্য প্রয়োজনীয় সমস্ত কিছু করতে তাঁর সরকার পিছপা হবেনা।
ক্ষুদ্র ব্যাবসায়ে সরাসরি ৫১% বিদেশী পুঁজির বিনিয়োগ নিয়ে গত কয়েকদিন ধরেই সরকার আর বিরোধী পক্ষের মধ্যে চাপান উতোর চলছিল। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদে আলতামাস কবিরের শপথ গ্রহণ অনুষ্ঠানের পরেই চাঁচাছোলা ভাষায় বিরোধীদের সমালাচোনার জবাব দিলেন প্রধানমন্ত্রী। পরিষ্কার জানিয়ে দিলেন কোন বিদেশী দেশের হয়ে তিনি বা তাঁর সরকার কাজ করেন না। তিনি বলেন `` এফডিআই-র সঙ্গে আমেরিকার কোন সম্পর্কই নেই। আমরা কারোর দ্বারা প্রভাবিত নেই``।
শুক্রবার মোদী কেন্দ্র সরকারের সঙ্গে ইউএসএর `আঁতাত`-এর পরোক্ষ অভিযোজ করেন। তিনি বলেন গত আট বছরে মাত্র দু`বার মনমোহন সিং দৃঢ় ভাবে কোন কিছুর জন্য সওয়াল করেছেন। প্রথমবার পরমাণু চুক্তির সময় দ্বিতীয় বার এফডিআই ইস্যু নিয়ে। এই দুই সময়ই ইএসএ তে নির্বাচন আসন্ন ছিল। মোদী বলেন `` যখনই ইউএসএ তে নির্বাচন হয় কেন শুধু মাত্র তখনই প্রধানমন্ত্রীর গলার জোর বেড়ে যায়? এর মধ্যে কি কোণ সম্পর্ক আছে?`` অবশ্য শুধু মনমোহন সিংকেই আক্রমণ করে থামেননি গুজরাতের মুখ্যমন্ত্রী। তোপ দেগেছেন কংগ্রেস সুপ্রীমো সোনিয়া গান্ধীর বিরুদ্ধেও। বলেছেন সরাসরি সন্দেহ প্রকাশ করেছেন সেপ্টেম্বরের শুরুতে সোনিয়ার আমেরিকা সফরকে ঘিরেও। মোদী বলেছেন " সোনিয়া জীর আমেরিকা সফরের সঙ্গে এফডিআই-র কি কোন সম্পর্কই নেই?`` অবশ্য কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছে ওই সময় কংগ্রেস সভানেত্রী শুধু মাত্র শারীরিক অসুস্থতার কারণে আমেরিকায় ছিলেন।