কোকড়াঝড়ে নতুন করে গুলির লড়াই, ২টি NDFB ক্যাম্প গুঁড়িয়ে দিল সেনা

Updated By: Dec 29, 2014, 09:40 AM IST
কোকড়াঝড়ে নতুন করে গুলির লড়াই, ২টি NDFB ক্যাম্প গুঁড়িয়ে দিল সেনা

ফের উত্তপ্ত অসম। কোকড়াঝাড়ের সেনা ও এনডিএফবি জঙ্গিদের গুলির লড়াই। দুটি এনডিএফবি ক্যাম্প গুঁড়িয়ে দিল সেনা। উদ্ধার হয়েছে একটি জঙ্গিদের ব্যবহার করা আটটি মোটরবাইক এবং একটি গাড়ি।  

জঙ্গিদের জঙ্গলের পথ চিনিয়ে দেওয়া থেকে শুরু। সেই সুবাদেই এনডিএফবি প্রধান রঞ্জন দৈমারির কাছাকাছি আসা। পরে তার থেকে সরে এসে নিজেই গঠন করেন এনডিএফবি এস। ২৩ ডিসেম্বর অসমে নৃশংস হামলার পিছনে রয়েছে এই জঙ্গি গোষ্ঠী। যার শীর্ষে রয়েছেন সংবিজিত ইংতি কামার।

উনিশশো নিরানব্বইয়ের জুলাই মাস। অসমের কোকড়াঝাড় জেলার গভীর জঙ্গলে কাঠ কেটে ফিরছিলেন আইকে ইংতি ওরফে সংবিজিত। সেখানেই তাঁর সঙ্গে দেখা হয় এনডিএফবি চেয়ারম্যান রঞ্জন দৈমারির সহযোগীদের। তখন থেকে তাঁদের জঙ্গলে পথ চিনিয়ে দেওয়ার কাজ শুরু করেন চেলাইকাঠি গ্রামের কাঠুরিয়া আই কে ইংতি। সেইসময়েই এনডিএফবি চেয়ারম্যান রঞ্জন দৈমারির কাছাকাছি চলে আসেন ইংতি। সক্রিয়ভাবে নাম লেখান এনডিএফবিতে। দুহাজার চারে এনডিএফবি যুদ্ধবিরতি ঘোষণা করলে মানতে পারেননি রঞ্জন দৈমারি।

 

.