ভারতে হামলার চেষ্টা করলে মস্ত ভুল করবে পাকিস্তান: বায়ুসেনার প্রাক্তন প্রধান
কমলিকা সেনগুপ্ত
![ভারতে হামলার চেষ্টা করলে মস্ত ভুল করবে পাকিস্তান: বায়ুসেনার প্রাক্তন প্রধান ভারতে হামলার চেষ্টা করলে মস্ত ভুল করবে পাকিস্তান: বায়ুসেনার প্রাক্তন প্রধান](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/02/26/177880-iaf-marshall-arup-raha.jpg)
কমলিকা সেনগুপ্ত
সিআরপিএফ জওয়ানরা যেভাবে আত্মঘাতী হামলায় শহিদ হয়েছেন, তাতে জবাব দেওয়াটা দরকার ছিল বলে মনে করেন বায়ুসেনার প্রাক্তন প্রধান অরূপ রাহা। জি ২৪ ঘণ্টা ডিজিটালকে ফোনে অরূপ রাহা বলেন, এটা বলিষ্ঠ পদক্ষেপ। পাকিস্তানকে বুঝিয়ে দেওয়া হল, লাগাতার সন্ত্রাস সহ্য করবে না ভারত।
আগের সার্জিক্যাল স্ট্রাইক থেকে বায়ুসেনার অভিযানকে এগিয়ে রাখছেন অরূপ রাহা। তাঁর কথায়,''১৯৭১ সালের পর এটাই সবচেয়ে বড় হামলা''। এর পাশাপাশি বিদেশমন্ত্রকের তরফে অত্যন্ত উপযুক্ত প্রতিক্রিয়া দেওয়া হয়েছে বলে মনে করেন বায়ুসেনার প্রাক্তন প্রধান।
জইশের ঘাঁটিতে এয়ার স্ট্রাইকের জন্য মিরাজ-২০০ বিমান ব্যবহার করেছে বায়ু সেনা। অরূপ রাহা বলেন,''এটা অত্যন্ত ভরসাযোগ্য বিমান। কার্গিলে আমরা এই বিমান ব্যবহার করেছিলাম। এই বিমানের বোমে নিক্ষেপণ প্রযুক্তি দারুণ কার্যকরী''।
আরও পড়ুন- কথা রাখলেন নমো, পুলওয়ামার পর কী বলেছিলেন প্রধানমন্ত্রী?
পাকিস্তান পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে। অরূপ রাহার মতে, ওরা বেশি কিছু করতে পারবে না। ভারতের শক্তি ওদের চেয়ে অনেক বেশি। হামলা করলে ভুল করবে।