করাল গ্রাসে দেশের অর্থনীতি, উত্পাদন বন্ধ করল এশিয়ান পেইন্টস, ভারত ফোর্জ

সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, এশিয়ান পেইন্টসও উত্পাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। কর্তৃপক্ষ নোটিস দিয়ে জানায়, কেন্দ্রের নির্দেশ মতো অফিস, উত্পাদন কেন্দ্র বন্ধ রাখা হচ্ছে

Updated By: Mar 23, 2020, 11:41 AM IST
করাল গ্রাসে দেশের অর্থনীতি, উত্পাদন বন্ধ করল এশিয়ান পেইন্টস, ভারত ফোর্জ
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: করোনায় জুবুথুবু গোটা দেশ। আংশিক লকডাউন প্রায় সব শহর। বাজারঘাট খোলা থাকলেও রাস্তা জনমানবহীন। কল কারখানাও প্রায় বন্ধ। অফিস কাচারি উঠে এসেছে নিজ নিজ বাড়িতেই। বহুজাতিক ভারতীয় সংস্থা ভারত ফোর্জ ৩১ মার্চ পর্যন্ত তাদের গোটা ইউনিট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ওই সংস্থা অটো মোবাইল, গ্যাস, তেল, খনি থেকে মহকাশ গবেষণার সামগ্রী তৈরি করে থাকে। এ দিন ভারত ফোর্জের শেয়ার দর পড়েছে সাড়ে ৯ শতাংশ।

সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, এশিয়ান পেইন্টসও উত্পাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। কর্তৃপক্ষ নোটিস দিয়ে জানায়, কেন্দ্রের নির্দেশ মতো অফিস, উত্পাদন কেন্দ্র বন্ধ রাখা হচ্ছে। পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। দেশের প্রায় সব তথ্য প্রযুক্তি সংস্থা ওয়ার্ক ফ্রম হোম করার সিদ্ধান্ত নিয়েছে। রবিবার জনতা কার্ফু জারির পর গোটা দেশের ৮০টা শহরকে লকডাউন করে দেওয়া হয়েছে। এর ফলে শিল্পাঞ্চল শহরগুলিতে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে।

আরও পড়ুন- প্রতিরক্ষা এবং অ্যাটোমিক ল্যাবকেও কাজে লাগানো হবে করোনা প্রতিষেধক তৈরিতে

বিশেষজ্ঞরা বলছেন, শেয়ার মার্কেটের পতনের উপর দেশের অর্থনীতি নির্ভর করছে না। শেয়ার মার্কেট হিমশৈল্যের মাথা মাত্র। করোনা আতঙ্কে ক্ষুদ্র শিল্পের উত্পাদন বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। করোনা আতঙ্কের আগেই অর্থনীতি মন্দা লক্ষ্য করা গিয়েছে। অটোমোবাইলের উত্পাদন কার্যত থমকে গিয়েছিল। বারবার জিডিপির পূর্বাভাস ছাঁটা হয়। করোনার জেরে আরও একবার জিডিপির পূর্বাভাস ছাঁটা হয়েছে। মূল্যায়ন সংস্থা ফিচ ৫.৬ শতাংশ থেকে জিডিপি কমিয়ে ৫.১ শতাংশ করেছে ২০২০-২১ অর্থবর্ষে।

.