চলে গেলেন বাজপেয়ী, রত্ন-হারা ভারত
মঙ্গলবার থেকে বাজপেয়ীর শারীরিক অবস্থার অবনতি হয়।
নিজস্ব প্রতিবেদন : প্রয়াত অটল বিহারী বাজপেয়ী। এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী। বিকেল ৫টা বেজে ৫ মিনিটে প্রয়াত হয়েছেন অটল বিহারী বাজপেয়ী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। প্রাক্তন প্রধানমন্ত্রীর জীবনাবসানে আগামিকাল অর্ধদিবস ছুটি এবং ৭ দিনের রাষ্ট্রশোকের ঘোষণা করল কেন্দ্র। এই সাত দিন জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
বাজপেয়ীর মৃত্যু সংবাদ পাওয়ার পরই গভীর শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে লেখেন-
लेकिन वो हमें कहकर गए हैं-
“मौत की उमर क्या है? दो पल भी नहीं,
ज़िन्दगी सिलसिला, आज कल की नहीं
मैं जी भर जिया, मैं मन से मरूं,
लौटकर आऊँगा, कूच से क्यों डरूं?”— Narendra Modi (@narendramodi) August 16, 2018
मैं नि:शब्द हूं, शून्य में हूं, लेकिन भावनाओं का ज्वार उमड़ रहा है।
हम सभी के श्रद्धेय अटल जी हमारे बीच नहीं रहे। अपने जीवन का प्रत्येक पल उन्होंने राष्ट्र को समर्पित कर दिया था। उनका जाना, एक युग का अंत है।
— Narendra Modi (@narendramodi) August 16, 2018
বাজপেয়ীর প্রয়াণে মর্মাহত ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ও। টুইট করে গভীর শোকপ্রকাশ করেন তিনিও। বিরোধী শিবিরের দক্ষ সমালোচক ও অন্তর থেকে গণতন্ত্রের বিশ্বাসী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। টুইটে এভাবেই শ্রদ্ধাজ্ঞাপন করেছেন প্রণববাবু। আরও পড়ুন, "অনেক কথা মনে পড়ছে...", বাজপেয়ী-মমতা সম্পর্ক অটল বিজেপি শত্রুতাতেও
Deeply saddened at the passing away of Shri Atal Bihari Vajpayee. A reasoned critique in opposition and a seeker of consensus as PM, Atal Ji was a democrat to the core. In his passing away, India has lost a great son and an era has come to an end. My deepest condolences.
— Pranab Mukherjee (@CitiznMukherjee) August 16, 2018
দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন অটল বিহারী বাজপেয়ী। ৯ সপ্তাহ ধরে এইমস-এ চিকিত্সাধীন ছিলেন তিনি। মঙ্গলবার থেকে তাঁর শারীরিক পরিস্থিতির আরও অবনতি হয়। ফুসফুস ও অন্ত্রে সংক্রমণ ছড়িয়ে পড়ে। আরও পড়ুন, সংসদে দাঁড়িয়ে ইন্দিরা গান্ধীকে 'দুর্গা' বলেছিলেন বাজপেয়ী
ডায়াবেটিসে আক্রান্ত বাজপেয়ীর একটি কিডনি দীর্ঘদিন ধরেই বিকল। শুধুমাত্র একটি কিডনি কাজ করছিল। এই পরিস্থিতিতে চিকিত্সা পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। তবে চেষ্টার কোনও কসুর বাকি রাখেননি চিকিত্সকরা। ছবিতে দেখুন, বন্ধু বাজপেয়ী কলকাতায় এলেই বসত ফুচকা বধের আসর