এই ২ দিন ব্যাঙ্ক ধর্মঘট থাকবে!
১২ জুলাই মঙ্গলবার এবং ১৩ জুলাই বুধবার ধর্মঘট ডাকার পরিকল্পনা করেছেন ব্যাঙ্ক কর্মচারীরা। এই প্রসঙ্গে অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িই-এর জেনারেল সেক্রেটারী ভেঙ্কটাচলম জানিয়েছেন যে, ৫ সহযোগী ব্যাঙ্ককে স্টেট ব্যাঙ্কের সঙ্গে মিলিত করার প্রস্তাব নিয়ে ম্যানেজমেন্টের কোনওরকম গঠনগত প্রস্তাব না আসার জন্যই কর্মচারীরা এই দুদিন ধর্মঘট করার পরিকল্পনা করেছে।
![এই ২ দিন ব্যাঙ্ক ধর্মঘট থাকবে! এই ২ দিন ব্যাঙ্ক ধর্মঘট থাকবে!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/07/09/60161-bank-9-7-16.jpg)
ওয়েব ডেস্ক: ১২ জুলাই মঙ্গলবার এবং ১৩ জুলাই বুধবার ধর্মঘট ডাকার পরিকল্পনা করেছেন ব্যাঙ্ক কর্মচারীরা। এই প্রসঙ্গে অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িই-এর জেনারেল সেক্রেটারী ভেঙ্কটাচলম জানিয়েছেন যে, ৫ সহযোগী ব্যাঙ্ককে স্টেট ব্যাঙ্কের সঙ্গে মিলিত করার প্রস্তাব নিয়ে ম্যানেজমেন্টের কোনওরকম গঠনগত প্রস্তাব না আসার জন্যই কর্মচারীরা এই দুদিন ধর্মঘট করার পরিকল্পনা করেছে।
একদিকে ধর্মঘট, উত্সবের ছুটি, মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ছুটি, সব মিলিয়ে ১১ দিন ব্যাঙ্কের পরিষেবা পাবেন না রাজ্যের মানুষ। ৫ সহযোগী ব্যাঙ্ককে স্টেট ব্যাঙ্কের সঙ্গে মিলিত করার প্রস্তাব এবং আরও নানা বিষয়ের প্রতিবাদে সারা দেশে ১২ এবং ১৩ জুলাই ধর্মঘটের ডাক দিয়েছেব ব্যাঙ্ক কর্মচারীরা।