বিজেপিতে থেকেই দার্জিলিংয়ের সাংসদ আজ নির্দল হয়ে বারমের থেকে প্রার্থী হচ্ছেন

আজ বারমের লোকসভা কেন্দ্র থেকে নিজের মনোনয়নপত্র জমা দেবেন বিজেপির বিক্ষুব্ধ নেতা জসবন্ত সিং। তবে একজন নির্দল প্রার্থী হিসেবে নাকি বিজেপির টিকিটেই প্রতিদ্বন্দ্বিতা করবেন, সেবিষয়ে এখনও স্পষ্ট করেননি এই প্রবীণ সাংসদ। সেটা দলের মনোভাবের ওপরই নির্ভর করবে বলে জানিয়েছেন জসয়ন্ত সিং। পছন্দের কেন্দ্র বারমের থেকে টিকিট না দেওয়ায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে তিনি ক্ষুব্ধ।

Updated By: Mar 24, 2014, 08:44 AM IST

আজ বারমের লোকসভা কেন্দ্র থেকে নিজের মনোনয়নপত্র জমা দেবেন বিজেপির বিক্ষুব্ধ নেতা জসবন্ত সিং। তবে একজন নির্দল প্রার্থী হিসেবে নাকি বিজেপির টিকিটেই প্রতিদ্বন্দ্বিতা করবেন, সেবিষয়ে এখনও স্পষ্ট করেননি এই প্রবীণ সাংসদ। সেটা দলের মনোভাবের ওপরই নির্ভর করবে বলে জানিয়েছেন জসয়ন্ত সিং। পছন্দের কেন্দ্র বারমের থেকে টিকিট না দেওয়ায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে তিনি ক্ষুব্ধ।

ভোটের পরে দল তাঁকে পুসিয়ে দেবে, বিজেপির সভাপতি রাজনাথ সিংয়ের এই মন্তব্যে বেজায় চটে যান গতবার দার্জিলিং থেকে নির্বাচিত বিজেপি সাংসদ। ছিয়াত্তর বছরের এই প্রবীণ রাজনীতিকের অভিযোগ, তিনি কোনও আসবাবপত্র নন যে তাঁকে নির্বাচনের পর যেখানে সেখানে ঢুকিয়ে দেওয়া হবে।

তিনি দলের কেন্দ্রীয় নেতাদের এধরনের মানসিকতাকে যে অপছন্দ করেন, সেটা ঠারেঠোরে বুঝিয়ে দিতেই আজ বারমের কেন্দ্র থেকেই মনোনয়নপত্র জমা দিচ্ছেন জসবন্ত সিং। তাঁর দাবি, দল তাঁকে প্রাপ্য সম্মান না দিলেও এখনই তিনি বিজেপি ছাড়ছেন না। এব্যাপারে দলের সহকর্মীদের সঙ্গে কথা বলার পরই পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন জসবন্ত সিং।

.