বাবার সঙ্গে ক্লাসিকাল গানের তালিম, আধো উচ্চারণে অমিতাভ বচ্চনকে মুগ্ধ করল খুদে
ইতিমধ্যে ভিডিওটির ঝুলিতে ৩ লাখ লাইক। চলছে শেয়ার ও কমেন্টের ঝড়। অমিতাভ বচ্চন ভিডিওটি শেয়ারের সঙ্গে জানিয়েছেন "Child is the Father of Man!"
![বাবার সঙ্গে ক্লাসিকাল গানের তালিম, আধো উচ্চারণে অমিতাভ বচ্চনকে মুগ্ধ করল খুদে বাবার সঙ্গে ক্লাসিকাল গানের তালিম, আধো উচ্চারণে অমিতাভ বচ্চনকে মুগ্ধ করল খুদে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/10/19/282629-amitabh.jpg)
নিজস্ব প্রতিবেদন: বাবার সঙ্গে ক্লাসিকাল গানে গলা মেলাচ্ছে বছর দেড়েকের খুদে। যা দেখে অবাক স্বয়ং অমিতাভ বচ্চন। তিনি নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সেই ভিডিও। অগত্যা, ভাইরালের তকমা ভিডিওর গায়ে।
ভিডিওতে দেখা যাচ্ছে, ছোট্ট ছেলেটি বাবার পাশে বসে। বাবার হাতে হারমোনিয়াম। মাটিতে বসে চলছে নাট্যসঙ্গীতের অনুশীলন। বাবার সঙ্গে আধো উচ্চারণে আপ্রাণ চেষ্টা করছে ওই খুদে। বাবাকে আবার লয় কমানোর নির্দেশ দিচ্ছে সে। যা দেখে অবাক সোশ্যাল মিডিয়া।
ভিডিওটি প্রথমে ইউটিউবে শেয়ার করেন শ্রেয়ানশ্রী যাদব নামের এক ইউজার। ইতিমধ্যে ভিডিওটির ঝুলিতে ৩ লাখ লাইক। চলছে শেয়ার ও কমেন্টের ঝড়। অমিতাভ বচ্চন ভিডিওটি শেয়ারের সঙ্গে জানিয়েছেন "Child is the Father of Man!"