কাশ্মীরে ফের অনুপ্রবেশের চেষ্টা, খতম ২ জঙ্গি
একদিকে জম্মু-কাশ্মীরের আর এস পুরা সেক্টর, অন্যদিকে বান্দিপোরা। কাশ্মীরের দুই জায়গায় আজ ফের অনুপ্রবেশের চেষ্টা করে পাক মদতপুষ্ট জঙ্গিরা। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা। সেনার সঙ্গে গুলির লড়াইয়ে ইতিমধ্যেই নিহত হয়েছে ২ জঙ্গি।
![কাশ্মীরে ফের অনুপ্রবেশের চেষ্টা, খতম ২ জঙ্গি কাশ্মীরে ফের অনুপ্রবেশের চেষ্টা, খতম ২ জঙ্গি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/11/22/70967-328852-300768-bsf-jawans.jpg)
ওয়েব ডেস্ক : একদিকে জম্মু-কাশ্মীরের আর এস পুরা সেক্টর, অন্যদিকে বান্দিপোরা। কাশ্মীরের দুই জায়গায় আজ ফের অনুপ্রবেশের চেষ্টা করে পাক মদতপুষ্ট জঙ্গিরা। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা। সেনার সঙ্গে গুলির লড়াইয়ে ইতিমধ্যেই নিহত হয়েছে ২ জঙ্গি।
বান্দিপোরায় ভারতীয় সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে অনুপ্রবেশকারীরা। জবাবে পাল্টা গুলি চালায় সেনা। সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয় এক জঙ্গি। গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। আর কোনও অনুপ্রবেশকারী লুকিয়ে রয়েছে কিনা, সেই খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
অন্যদিকে, আর এস পুরায় ভারতীয় সেনা বাহিনীকে চ্যালেঞ্জ করে গুলি ছুঁড়তে ছুঁড়তে অনুপ্রবেশের চেষ্টা করে এক পাকিস্তানি জঙ্গি। সঙ্গে সঙ্গেই ওই পাকিস্তানি অনুপ্রবেশকারীকে গুলি করে মারে সেনা বাহিনী।
Pakistani intruder killed in RS Pura sector(J&K). He was challenged by troops and was shot when he did not pay heed: BSF
— ANI (@ANI_news) November 22, 2016