আজ ফের সিবিআই জেরা রাজেন্দ্রকুমারকে

কালকের পর আজ ফের সিবিআই জেরা রাজেন্দ্রকুমারকে। কাল দুপুর থেকে টানা সাত ঘণ্টা ম্যারাথন জেরার পর অবশেষে রাতে ছাড়া পান দিল্লির প্রধান সচিব রাজেন্দ্র কুমার। পিটিআই সূত্রে খবর, এদিন দীর্ঘ জেরার পর রাত এগারোটা নাগাদ ছাড়া পান রাজেন্দ্র। এর আগে দিল্লির মুখ্যমন্ত্রীর সচিবালয় এবং বাড়িতেও হানা দেয় সিবিআই। তোলপাড় শুরু হয় রাজধানীতে।

Updated By: Dec 16, 2015, 03:59 PM IST
আজ ফের সিবিআই জেরা রাজেন্দ্রকুমারকে

ওয়েব ডেস্ক: কালকের পর আজ ফের সিবিআই জেরা রাজেন্দ্রকুমারকে। কাল দুপুর থেকে টানা সাত ঘণ্টা ম্যারাথন জেরার পর অবশেষে রাতে ছাড়া পান দিল্লির প্রধান সচিব রাজেন্দ্র কুমার। পিটিআই সূত্রে খবর, এদিন দীর্ঘ জেরার পর রাত এগারোটা নাগাদ ছাড়া পান রাজেন্দ্র। এর আগে দিল্লির মুখ্যমন্ত্রীর সচিবালয় এবং বাড়িতেও হানা দেয় সিবিআই। তোলপাড় শুরু হয় রাজধানীতে।

১৯৮৯ ব্যাচের আইএএস রাজেন্দ্র কুমারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছেন দিল্লি ডায়লগ কমিশনের প্রাক্তন সদস্য আশিস জোশী।  জোশীর অভিযোগ, দিল্লির সরকারের শিক্ষা, তথ্য-প্রযুক্তি এবং স্বাস্থ্য দফতরের দায়িত্বে থাকাকালীন দুর্নীতিতে জড়িয়ে পড়েন রাজেন্দ্র কুমার। এরপরেই দফায় দফায় জেরা করা হয় সচিবকে। আজও সকাল নটায় ফের জেরা শুরু হয় রাজেন্দ্রকে।

এদিকে, কেজরিওয়ালের টুইট বোমা সামনে আসতেই সরগরম জাতীয় রাজনীতি। সংসদে তুমুল বাকযুদ্ধ। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাতের অভিযোগ। সংসদের দুই কক্ষে আপের পাশে দাঁড়িয়ে কেন্দ্রের কড়া সমালোচনা তৃণমূলের। সোমবারের সকালে একটা টুইট। তারপরই উত্তপ্ত জাতীয় রাজনীতি।

সোমবারের ঘটনায় বিজেপিকে বিঁধতে ছাড়েনি এনডিএ শরিক শিবসেনাও। সংসদের ভিতরেও কাজিয়া তুঙ্গে। লোকসভা আর রাজ্যসভা, দুই কক্ষেই আপের পাশে দাঁড়িয়ে কেন্দ্রের কড়া সমালোচনা করে তৃণমূল। দিল্লির মুখ্যমন্ত্রীকে টুইট করেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, মুখ্যমন্ত্রীর অফিস সিল করে দেওয়া অনভিপ্রেত। এই ঘটনায় তিনি দুঃখিত। কেজরিওয়ালের রিটুইট, দেশে অঘোষিত জরুরি অবস্থা চলছে। 

Tags:
.