গর্ভবতীদের জন্য গ্রামের রাস্তায় মোটর সাইকেল অ্যাম্বুলেন্সের মানবিক পরিষেবা
প্রসব যন্ত্রণায় কাতর মা। কাছাকাছি নেই কোনও স্বাস্থ্যকেন্দ্র, হাসপাতালও অনেকটাই দূর। সড়ক পরিষেবাও তেমন ভালো নেই। গ্রামের ভিতর পৌঁছায় না অ্যাম্বুলেন্স। এমন অবস্থায় অনেক সময়ই জীবনসংকটে পড়তে হয়েছে গর্ভবতী মা কিংবা তাঁর গর্ভের সন্তানকে। দীর্ঘদিনের এই কষ্ট এবার কিছুটা মিটবে। এবার থেকে গ্রামের রাস্তায় একেবারে অলিতে-গলিতে পৌঁছে যাবে মোটর সাইকেল অ্যাম্বুলেন্স।
ওয়েব ডেস্ক: প্রসব যন্ত্রণায় কাতর মা। কাছাকাছি নেই কোনও স্বাস্থ্যকেন্দ্র, হাসপাতালও অনেকটাই দূর। সড়ক পরিষেবাও তেমন ভালো নেই। গ্রামের ভিতর পৌঁছায় না অ্যাম্বুলেন্স। এমন অবস্থায় অনেক সময়ই জীবনসংকটে পড়তে হয়েছে গর্ভবতী মা কিংবা তাঁর গর্ভের সন্তানকে। দীর্ঘদিনের এই কষ্ট এবার কিছুটা মিটবে। এবার থেকে গ্রামের রাস্তায় একেবারে অলিতে-গলিতে পৌঁছে যাবে মোটর সাইকেল অ্যাম্বুলেন্স।
গর্ভাবস্থায় হাসপাতালের সঙ্গে দ্রুত যোগাযোগ স্থাপনে এই মোটর সাইকেল অ্যাম্বুলেন্স মানবিক পরিষেবা এক যুগান্তকারী পদক্ষেপ। এক স্বেচ্ছাসেবী সংস্থা ছত্তিসগড়ে এই পরিষেবা চালু করেছে। সহায়তা করেছে ছত্তিসগড়ের স্বাস্থ্য দফতর ও ইউনিসেফ। গ্রামের মানুষও বলছেন এই পরিষেবা চালু হওয়ার কারণে অনেকটাই সুবিধা হবে মহিলাদের।
Chhattisgarh:Motorcycle ambulance, boon for pregnant women of tribal areas in Dhaudai,ferries them to health centres pic.twitter.com/Cy2shfQyEb
— ANI (@ANI_news) August 9, 2016
Earlier we used to face problems because of connectivity issues.But motorcycle ambulance is comfortable enough:Local pic.twitter.com/Vk3DnVytGB
— ANI (@ANI_news) August 9, 2016