ভারতে বড়সড় সন্ত্রাসের ছক ডি-কোম্পানির!
ভারতে ফের বড়সড় নাশকতার ছক কষছে ডি-কোম্পানি। এবার তাদের টার্গেট হিন্দু নেতারা। সূত্রের খবর বলছে, হিন্দু নেতাদের খুন করে ভারতে সন্ত্রাস তৈরির প্ল্যান করছে ডি-কোম্পানি। আর একাজে তারা কাজে লাগাচ্ছে বেকার যুবকদের।
![ভারতে বড়সড় সন্ত্রাসের ছক ডি-কোম্পানির! ভারতে বড়সড় সন্ত্রাসের ছক ডি-কোম্পানির!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/08/09/62870-388373-359776-dawoodibrahim700.jpg)
ওয়েব ডেস্ক : ভারতে ফের বড়সড় নাশকতার ছক কষছে ডি-কোম্পানি। এবার তাদের টার্গেট হিন্দু নেতারা। সূত্রের খবর বলছে, হিন্দু নেতাদের খুন করে ভারতে সন্ত্রাস তৈরির প্ল্যান করছে ডি-কোম্পানি। আর একাজে তারা কাজে লাগাচ্ছে বেকার যুবকদের।
এন আই এ-র রিপোর্ট বলছে, বেকার যুবকদের প্রচুর অর্থ ও বিদেশে চাকরির প্রলোভন দিচ্ছে ডি-কোম্পানি। তাদের লক্ষ্য হিন্দু নেতাদের খুন করে গুজরাট হিংসার বদলা নেওয়া। আর সেই লিস্টে প্রথমেই রয়েছে বিজেপি ও আরএসএস নেতাদের নাম। সেইসঙ্গে চার্চে মদের বোতল ছুঁড়ে গোষ্ঠী সংঘর্ষও বাঁধাতে চাইছে ডি-কোম্পানি। আর এ কাজ হাসিল করতে তারা টোপ ফেলছে বেকার যুবকদের সামনে।