পাহাড়েই পড়ে সুভাষ পালের দেহ, নিখোঁজ আরও দুই বাঙালি অভিযাত্রী
ধৌলাগিরিতে উদ্ধারকাজ শেষ হলেও এভারেস্টে নয়। পাহাড়েই পড়ে সুভাষ পালের দেহ। তিন-চার নম্বর ক্যাম্পের মাঝে হদিশ মিললেও এখনও পৌছতেই পারেননি শেরপারা।
ওয়েব ডেস্ক: ধৌলাগিরিতে উদ্ধারকাজ শেষ হলেও এভারেস্টে নয়। পাহাড়েই পড়ে সুভাষ পালের দেহ। তিন-চার নম্বর ক্যাম্পের মাঝে হদিশ মিললেও এখনও পৌছতেই পারেননি শেরপারা।
ডেথ জোনে মৃত্যু পর্বতারোহীর
অন্যদিকে চারদিন পরেও খোঁজ মেলেনি আরও দুই বাঙালি অভিযাত্রী গৌতম ঘোষ, পরেশ নাথের। ডেথ জোনের ঠাণ্ডায় অক্সিজেন ছাড়া এতদিন বেঁচে থাকা কার্যত অসম্ভব। আগেই আশঙ্কাপ্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।
মৃত্যুর ৬ দিন পর উদ্ধার বাঙালি পর্বতারোহী দেহ
ছয় শেরপাকে নিয়ে উদ্ধার কাজে গঠিত কালই এভারেস্টের বেস ক্যাম্পে পৌছয়। আজ সকালে বেস ক্যাম্প থেকে ক্যাম্প টুয়ের পথে রওনা হয়েছে উদ্ধারকারী দল। ক্যাম্প টুয়ে পৌছে দুভাগে ভাগ হয়ে তল্লাসি চালাবেন তাঁরা। একদল ক্যাম্প ফোরের কাছে সুভাষের দেহ উদ্ধারের চেষ্টা করবেন। অন্যদলটি গৌতম ও পরেশের খোঁজ সাউথ সামিটের কাছে পায়ে হেঁটে তল্লাসি চালাবে।