বিজেপিকে বিঁধলেন সিংভি

এবার কংগ্রেসের তোপের মুখে বিজেপি। অনাবাসী ভারতীয় ব্যবসায়ী অংশুমান মিশ্রর অভিযোগ নিয়ে শনিবার বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন কংগ্রেস মুখপাত্র অভিষেক মনু সিংভি। বলেন, "অংশুমান মিশ্রর যাবতীয় অভিযোগ গুরুত্ব দিয়ে দেখা উচিত।"

Updated By: Mar 24, 2012, 08:55 PM IST

এবার কংগ্রেসের তোপের মুখে বিজেপি। অনাবাসী ভারতীয় ব্যবসায়ী অংশুমান মিশ্রর অভিযোগ নিয়ে শনিবার বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন কংগ্রেস মুখপাত্র অভিষেক মনু সিংভি। বলেন, "অংশুমান মিশ্রর যাবতীয় অভিযোগ গুরুত্ব দিয়ে দেখা উচিত।"
২০০৪ ও ২০০৯ সালের লোকসভা নির্বাচনে তিনি বিজেপি নেতা মুরলী মনোহর জোশির জন্য অর্থ সংগ্রহ করেছিলেন বলে দাবি করেন অংশুমান মিশ্র। রাজ্যসভা নির্বাচনে ঝাড়খন্ড থেকে তাঁকে টিকিট দিয়েছিল বিজেপি। কিন্তু বিধায়করা বেঁকে বসায় শেষ মুহূর্তে তাঁকে প্রার্থী করার সিদ্ধান্ত প্রত্যাহার করেন বিজেপি-র শীর্ষনেতারা।
এদিন এক সাংবাদিক সম্মেলনে অভিষেক মনু সিংভি বলেন, "অভিযোগগুলি বেশ গুরুতর। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত।" যদিও তাঁর বিরুদ্ধে যাবতীয় অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছেন মুরলী মনোহর জোশি।

.