দিল্লিতে ডেঙ্গিতে মৃতের সংখ্যা বেড়ে ১৪, বিক্ষোভ কেজরিওয়ালের বাড়ির সামনে
দিল্লিতে ডেঙ্গির থাবা। বুধবার আরও তিনজনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ তে গিয়ে পৌঁছল। আক্রান্ত প্রায় ঊনিশশো। রোগীর চাপে হিমসিম খাচ্ছে দিল্লির সরকারি, বেসরকারি হাসপাতালগুলি।
ওয়েব ডেস্ক: দিল্লিতে ডেঙ্গির থাবা। বুধবার আরও তিনজনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ তে গিয়ে পৌঁছল। আক্রান্ত প্রায় ঊনিশশো। রোগীর চাপে হিমসিম খাচ্ছে দিল্লির সরকারি, বেসরকারি হাসপাতালগুলি।
হাসপাতালগুলিতে এক একটি বেডে রাখা হচ্ছে দু-তিনজন রোগীকে। রবিবারের মধ্যে বেসরকারি হাসপাতালগুলিকে আড়াই হাজার ও সরকারি হাসপাতালগুলিকে এক হাজার করে বেড বাড়ানোর নির্দেশ দিয়েছে দিল্লি সরকার। আরও বেশি চিকিত্সক ও নার্স নিয়োগেরও নির্দেশ দেওয়া হয়েছে হাসপাতালগুলিতে।
এদিকে, ডেঙ্গি নিয়ে দিল্লি সরকারের 'ব্যর্থতা'র বিরুদ্ধে প্রতিবাদে নামল কংগ্রেস। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন কংগ্রেস কর্মীরা।