সচিবালয় অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৫
মহারাষ্ট্র সচিবালয়ের বিধ্বংসী আগুনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ। দীর্ঘ চেষ্টার পর আজ সকালে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারে দমকল। আগুন লাগার কারণ খুঁজে বের করার জন্য ক্রাইম ব্রাঞ্চকে তদন্তের দায়িত্ব দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহান।
মহারাষ্ট্র সচিবালয়ের বিধ্বংসী আগুনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ। দীর্ঘ চেষ্টার পর আজ সকালে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারে দমকল। আগুন লাগার কারণ খুঁজে বের করার জন্য ক্রাইম ব্রাঞ্চকে তদন্তের দায়িত্ব দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহান।
শুক্রবার সকালে সচিবালয়ের পরিস্থিতি খতিয়ে দেখতে যান মুখ্যমন্ত্রী। মন্ত্রিসভার সব সদস্যকে আপাতত রাজ্য ছেড়ে না যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। গোটা সচিবালয়ের পুনর্গঠন ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে না দেখা পর্যন্ত মন্ত্রীরা তাঁদের বাসভবন থেকেই কাজ চালাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
আগুনে আদর্শ আবাসন কেলেঙ্কারি সংক্রান্ত বহু নথি পুড়ে গেছে বলে আশঙ্কা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধারের জন্য ন্যাসকম ও বিদেশি বিশেষজ্ঞ সংস্থার সাহায্য নেওয়া হবে। তবে আদর্শ আবাসনের নথিপত্র সিবিআইয়ের কাছে সুরক্ষিত রয়েছে বলে জানানো হয়েছে।
শুক্রবার ঘটনাস্থলে যান কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী ও এনসিপি প্রধান শরদ পাওয়ার ও রাজ্যের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। আগুন লাগার পিছনে অন্তর্ঘাতের সম্ভাবনাও খতিয়ে দেখছে পুলিস।