কৈলাস সত্যার্থীর নোবেল রেপ্লিকা চুরির রহস্যভেদ দিল্লি পুলিসের
কৈলাস সত্যার্থীর নোবেল রেপ্লিকা চুরির কিনারা করল দিল্লি পুলিস। গতকালই দক্ষিণপূর্ব দিল্লি থেকে তিনজনকে গ্রেফতার করে পুলিস। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে নোবেল রেপ্লিকা, শংসাপত্র, চুরি যাওয়া গয়না।
ওয়েব ডেস্ক : কৈলাস সত্যার্থীর নোবেল রেপ্লিকা চুরির কিনারা করল দিল্লি পুলিস। গতকালই দক্ষিণপূর্ব দিল্লি থেকে তিনজনকে গ্রেফতার করে পুলিস। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে নোবেল রেপ্লিকা, শংসাপত্র, চুরি যাওয়া গয়না।
চোরেদের ফেলে যাওয়া একপাটি জুতোর সূত্র ধরেই নোবেল রেপ্লিকা চুরির রহস্যভেদ করে দিল্লি পুলিস। ঘটনার দিন তিনটি বাড়িতে পরপর চুরির ঘটনা ঘটে। এরইমধ্যে একটি বাড়ির খোয়া যাওয়া একপাটি জুতো উদ্ধার হয় কৈলাস সত্যার্থির বাড়ি থেকে। পুলিস নিশ্চিত হয়,একটি দলই তিনটি বাড়িতে চুরির ঘটনা ঘটিয়েছে।
সেই মতো তদন্ত করেই দক্ষিণ পূর্ব দিল্লির এই দুষ্কৃতী গ্যাংটির খোঁজ পায় পুলিস। গ্রেফতারের পর জেরা করতেই উঠে আসে আসল তথ্য। জেরায় ধৃতের স্বীকার করে নেয়,তারাই নোবেল রেপ্লিকা চুরি করেছে।
আরও পড়ুন, হনুমানের উপদ্রবে আত্মঘাতী প্রৌঢ়া!