আকাশে হোলির আসর বসানোয় সাসপেন্ড বিমানকর্মীরা

হোলি উপলক্ষে আকাশেই নাচগানের আসর বসিয়েছিলেন বিমানকর্মীরা। মেতে উঠেছিলেন যাত্রীরাও। কিন্তু তাতে মোটেও খুশি হয়নি অসামরিক বিমান নিয়ন্ত্রক সংস্থা। গোটা ঘটনায় ডিজিসিএর রক্তচক্ষুর সামনে স্পাইস জেট কর্তৃপক্ষ। নাচের সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পরই স্পাইস জেটকে শোকজ করেছে তারা।

Updated By: Mar 20, 2014, 08:51 PM IST

হোলি উপলক্ষে আকাশেই নাচগানের আসর বসিয়েছিলেন বিমানকর্মীরা। মেতে উঠেছিলেন যাত্রীরাও। কিন্তু তাতে মোটেও খুশি হয়নি অসামরিক বিমান নিয়ন্ত্রক সংস্থা। গোটা ঘটনায় ডিজিসিএর রক্তচক্ষুর সামনে স্পাইস জেট কর্তৃপক্ষ। নাচের সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পরই স্পাইস জেটকে শোকজ করেছে তারা।

কেবিন ক্রুরা তো ছিলেনই, ভিডিওতে নাচের ছবি তুলতে দেখা গিয়েছে বিমানের এক পাইলটকেও। এখানেই বিমান নিরাপত্তায় গুরুতর গাফিলতির অভিযোগ তুলেছে ডিজিসিএ। হোলির দিন নাচের ওই আসর বসেছিল গোয়া-বেঙ্গালুরু বিমানে। তবে ওই দিন স্পাইস জেটের আরও বেশ কয়েকটি উড়ানে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বলে স্বীকার করেছে বিমান কর্তৃপক্ষ। এই ঘটনায় স্পাইস জেটের উড়ানের লাইসেন্স বাতিলেরও হুঁশিয়ারি দিয়েছে ডিজিসিএ।

.