সন্ধেয় বিজেপিতে যোগদান কর্নাটকের ‘বরখাস্ত’ হওয়া বিধায়কদের! ইঙ্গিত ইয়েদুরাপ্পার

আগামী ৫ ডিসেম্বর ১৭টি বিধানসভা কেন্দ্রের ১৫টিতে উপনির্বাচন হবে। কর্নাটক হাইকোর্টে মামলা চলায় মাস্কি এবং রাজারাজেশ্বরী বিধানসভা কেন্দ্রে নির্বাচন স্থগিত রয়েছে। উল্লেখ্য, কর্নাটকে জেডিএস-কংগ্রেস জোট সরকারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন ‘বিদ্রোহী’ বিধায়করা

Updated By: Nov 13, 2019, 04:20 PM IST
সন্ধেয় বিজেপিতে যোগদান কর্নাটকের ‘বরখাস্ত’ হওয়া বিধায়কদের! ইঙ্গিত ইয়েদুরাপ্পার
ছবি- এএনআই

নিজস্ব প্রতিবেদন: বুধবার কর্নাটকে ‘বরখাস্ত হওয়া’ বিধায়কদের নির্বাচনে লড়ার অনুমতি দেয় সুপ্রিম কোর্ট। এর ফলে ডিসেম্বরে উপনির্বাচনে লড়ায় আর বাধা রইল না জেডিএস-কংগ্রেসের প্রাক্তন বিধাকদের। এখন প্রশ্ন, ওই উপনির্বাচনে লড়লে কোন রাজনৈতিক ব্যানারে লড়বেন তাঁরা?

কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পাকে এ নিয়ে প্রশ্ন করা হলে, তাঁর মন্তব্য, তাঁরা বিজেপিতে যোগ দেয় কিনা সন্ধে পর্যন্ত অপেক্ষা করতে হবে। বিজেপিতে যোগদান করলে এরপর টিকিট বণ্টন নিয়ে চিন্তাভাবনা করা হবে। ইয়েদুরাপ্পার দাবি, ১৭ আসনেই প্রার্থী দেবে বিজেপি। তবে, কংগ্রেস-জেডিএস-এর প্রাক্তন বিধায়করা কটা কেন্দ্রে লড়বে এনিয়ে এখনও চূড়ান্ত হয়নি বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানান ইয়েদুরাপ্পা।

আরও পড়ুন- আগামিকালই সবরীমালা, রাফাল পুনর্বিবেচনার মামলার রায় দেবে সুপ্রিম কোর্ট

আগামী ৫ ডিসেম্বর ১৭টি বিধানসভা কেন্দ্রের ১৫টিতে উপনির্বাচন হবে। কর্নাটক হাইকোর্টে মামলা চলায় মাস্কি এবং রাজারাজেশ্বরী বিধানসভা কেন্দ্রে নির্বাচন স্থগিত রয়েছে। উল্লেখ্য, কর্নাটকে জেডিএস-কংগ্রেস জোট সরকারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন ‘বিদ্রোহী’ বিধায়করা। কংগ্রেসের ১৪ এবং জেডিএস-এর ৩ বিধায়ক দলের প্রতি অনস্থা দেখিয়ে ইস্তফা দেন। ইয়েদুরাপ্পা সরকার আস্থা ভোটে জয়ী না হওয়া পর্যন্ত গোপন জায়গায় আস্তানা গাঁড়েন তাঁরা। ওই বিধায়কদের পদ তত্কালীন স্পিকার রমেশ কুমার খারিজ করে দেন। স্পিকারের সাংবিধানিক ক্ষমতা এক্তিয়ার নিয়ে প্রশ্নে তুলে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন তাঁরা। শেষমেশ সংখ্যা গরিষ্ঠতার অভাবে পতন হয় কংগ্রেস-জেডিএস জোট কুমারস্বামী সরকারের।  

.