৮ ডিসেম্বর ভারত বনধের ডাক কৃষক নেতাদের

শনিবার ফের বৈঠকে বসার কথা দু-পক্ষের। তার আগেই দেশ জুড়ে ধর্মঘটের ডাক

Updated By: Dec 4, 2020, 07:25 PM IST
৮ ডিসেম্বর ভারত বনধের ডাক কৃষক নেতাদের

নিজস্ব প্রতিবেদন: সম্পূর্ণ অরাজনৈতিক কারণে ভারত বনধের ডাক খুব বেশিবার সম্ভবত দেওয়া হয়নি। তেমনই এক ভারত বনধের ডাক দিলেন কৃষক নেতৃত্ব।

কৃষি আইন প্রত্যাহারের দাবিতে ৮ ডিসেম্বর দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিলেন দিল্লিতে আন্দোলনরত কৃষকরা। কৃষক সংগঠনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে,  কেন্দ্র যে তিনটি কৃষি আইন এনেছে তা প্রত্যাহার করতে হবে। তা না হলে তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। কৃষক নেতাদের দাবি, বিশেষ সংসদ অধিবেশন ডেকে কেন্দ্রের নতুন কৃষি আইন প্রত্যাহার করতে হবে সরকারকে।

আজ, শুক্রবার ধরলে কৃষকদের বিক্ষোভ-আন্দোলন নবমতম দিনে পড়ল। গতকাল, বৃহস্পতিবার দীর্ঘ বৈঠকের পরও কোনও সমাধানসূত্র মেলেনি। আগামীকাল, ৫ ডিসেম্বর, অর্থাৎ শনিবার ফের বৈঠকে বসার কথা দু-পক্ষের। তার আগেই দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিলেন কৃষকরা।

আরও পড়ুন: ট্রুডো-কাণ্ডের জেরে কানাডার হাইকমিশনারকে তলব ভারতের

.