ট্রুডো-কাণ্ডের জেরে কানাডার হাইকমিশনারকে তলব ভারতের
এর ফলে দু'দেশের পারস্পরিক সম্পর্কে প্রভাব পড়তে বাধ্য, জানাল ভারত
নিজস্ব প্রতিবেদন: ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার জন্য কানাডাকে নিজের কড়া মনোভাব জানিয়ে দিল ভারত। কানাডার হাইকমিশনারকে ডেকে পাঠাল ভারতীয় বিদেশ মন্ত্রক।
দিল্লির কৃষক বিক্ষোভ নিয়ে ক'দিন আগেই মন্তব্য করেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং সে দেশের কয়েকজন ক্যাবিনেট সদস্য। সেই ঘটনার সূত্রেই ভারতে নিযুক্ত কানাডার হাইকমিশনারকে ডেকে পাঠাল ভারতীয় বিদেশ মন্ত্রক।
ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, 'এমন মন্তব্য ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ। এর ফলে দু'দেশের পারস্পরিক সম্পর্কে প্রভাব পড়তে বাধ্য।' এই সূত্রে আরও জানানো হয়েছে যে,ভারত সরকার নিরাপত্তা নিয়েও যথেষ্ট চিন্তিত হয়ে রয়েছে। কেননা ট্রুডোর মন্তব্যের পরেই কানাডায় ভারতীয় দূতাবাসের সামনে চরমপন্থী মনোভাবাপন্ন কিছু মানুষের ভিড় লক্ষ্য করা গিয়েছে, যার ফলে ওখানকার অফিসের কর্মীদের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে।
একটি অনলাইন অনুষ্ঠানে যোগ দিয়ে দিন কয়েক আগে ট্রুডো বলেন, 'ভারতে চলা কৃষক বিক্ষোভের খবর যথেষ্ট উদ্বেগজনক। শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার রক্ষায় কানাডা সবসময় পাশে থাকবে।'
ট্রুডোর মন্তব্যের সূত্রেই এই পরবর্তী ঘটনাক্রম।
আরও পড়ুন: 'টাইমে'র প্রচ্ছদে 'বিজ্ঞানী ও আবিষ্কারক' কিশোরী গীতাঞ্জলি!