Konkan Railway: রেলকোচে আগুন! হতাহত নেই

৭৫৬ কিলোমিটার দীর্ঘ রেলরুটে বিদ্যুত্‍সংক্রান্ত কাজ চলছে।

Updated By: Jun 9, 2021, 02:29 PM IST
Konkan Railway: রেলকোচে আগুন! হতাহত নেই

নিজস্ব প্রতিবেদন: বার্নিং ট্রেন। আঁতকে ওঠার মতোই বিষয়। কিন্তু কোনও ম়ৃত্যু ঘটেনি। ঘটনাটি ঘটেছে বুধবার কোঙ্কন রেলপথে।  

আজ, বুধবার, ৯ জুন মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ জেলায় কোঙ্কন রেলরুটে (Konkan Railway route) বিদ্যুত্‍সংক্রান্ত কাজের (electrification work) জন্য রাখা একটি ইউটিলিটি কোচে আগুন ধরে যায়। কোঙ্কন রেলের তরফে Girish Karandikar জানিয়েছেন, ঘটনায় কোনও হতাহত নেই। 

রেলসূত্রে জানা যায়, আগুন লাগে সকাল সাড়ে ন'টা নাগাদ। ওই রেলরুটের Zarap station-এর কাছে। অল্প সময়ের মধ্যেই গোটা কোচে আগুন ধরে ধরে যায়। ঘণ্টাখানেকের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। সাময়িক বন্ধ থাকার পর চলতে শুরু করে ট্রেনও। 

আরও পড়ুন: প্রবল বৃষ্টিতে ভাসছে মুম্বই, বন্ধ ট্রেন! বিপর্যস্ত জনজীবন

ধাপে ধাপে কোঙ্কন রেলরুটের বিদ্যুদয়নের কাজ চলছে। কী ভাবে আগুন লাগল তদন্ত করে দেখা হচ্ছে। এই রেলরুট খুবই চিত্তাকর্ষক। নদী, গিরিখাত ঝরনাময় এই পথ ৭৫৬ কিলোমিটার দীর্ঘ। 

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

আরও পড়ুন: ফলহারিণী কালীপূজা: মাতৃশক্তির চরণে সমস্ত কর্মফল অর্পণের মহালগ্ন

.