খাদ্য সুরক্ষা বিলে মিলল না সিদ্ধান্ত

প্রবল শরিকি আপত্তিতে খাদ্য সুরক্ষায় অর্ডিন্যান্স নিয়ে সিদ্ধান্ত নিতে পারল না কেন্দ্র। কেন্দ্রীয় মন্ত্রিসভায় আলোচনা হলেও, এ নিয়ে ঐকমত্যে পৌঁছনো যায়নি। লোকসভা ভোটকে নজরে রেখে এখনই দেশে খাদ্যের অধিকার কার্যকর করতে চায় কেন্দ্রীয় সরকার। এ জন্যই অর্ডিন্যান্স আনার ভাবনা। যদিও, বিরোধীদের মতোই ইউপিএ শরিকরাও সংসদীয় প্রক্রিয়াতেই বিলটি পাস করানোর পক্ষে মত দিয়েছে।

Updated By: Jun 4, 2013, 09:27 PM IST

প্রবল শরিকি আপত্তিতে খাদ্য সুরক্ষায় অর্ডিন্যান্স নিয়ে সিদ্ধান্ত নিতে পারল না কেন্দ্র। কেন্দ্রীয় মন্ত্রিসভায় আলোচনা হলেও, এ নিয়ে ঐকমত্যে পৌঁছনো যায়নি। লোকসভা ভোটকে নজরে রেখে এখনই দেশে খাদ্যের অধিকার কার্যকর করতে চায় কেন্দ্রীয় সরকার। এ জন্যই অর্ডিন্যান্স আনার ভাবনা। যদিও, বিরোধীদের মতোই ইউপিএ শরিকরাও সংসদীয় প্রক্রিয়াতেই বিলটি পাস করানোর পক্ষে মত দিয়েছে।
রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, খাদ্য সুরক্ষা কার্যকর করার কৃতিত্ব কংগ্রেস যাতে একা না নিতে পারে, সেজন্যই এর বিরোধিতা করছে কয়েকটি শরিক দল। শরিকদের অগ্রাহ্য করে খাদ্য সুরক্ষা নিয়ে অর্ডিন্যান্স জারির ঝুঁকি নিতে চাইছে না কংগ্রেস শীর্ষ নেতৃত্বও। সেজন্যই তলে তলে শরিক দলগুলিকে রাজি করার চেষ্টা চলছে। যদিও প্রকাশ্যে  সরকারের তরফে দাবি করা হয়েছে, মন্ত্রিসভার বৈঠকে খাদ্য সুরক্ষা নিয়ে আলোচনাই হয়নি।   

.