বৈষ্ণোদেবী পূণ্যার্থীদের বিনামূল্যে দেওয়া বিমার অঙ্ক একলাফে বাড়ল অনেকটাই

বৈষ্ণোদেবী যাত্রীদের দুর্ঘটনার ক্ষেত্রে প্রায় বিনামূল্যে চিকতসার ব্যবস্থাও করেছে মন্দির পরিচালন বোর্ড

Updated By: Oct 14, 2018, 01:49 PM IST
বৈষ্ণোদেবী পূণ্যার্থীদের বিনামূল্যে দেওয়া বিমার অঙ্ক একলাফে বাড়ল অনেকটাই

নিজস্ব প্রতিবেদন: এক লাফে অনেকটাই বাড়ল বৈষ্ণোদেবী যাত্রীদের জন্য বিমার অঙ্ক। বিনামূল্যে চিকিতসার পাশাপাশি এবার বৈষ্ণোদেবী পূণ্যার্থীরা পাবেন ৫ লাখ টাকার বিমা।

আরও পড়ুন-ঠাকুর দেখে ঘরে ঢুকতেই চোখ ছানাবড়া, উঠোনে ঘোরাফেরা করছে বিশাল রক পাইথন

জম্মু ও কাশ্মীরের গভর্নর সত্যপাল মালিকের উপস্থিতি শনিবার মন্দির বোর্ডের বৈঠকে বিমার অঙ্ক বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। বোর্ডের মুখপাত্র সংবাদমাধ্যমে জানিয়েছেন, এতদিন বৈষ্ণোদেবী পূর্ণার্থীদের জন্য ৩ লাখ টাকা দুর্ঘটনা বিমা দেওয়া হতো। এবার তা বাড়িয়ে ৫ লাখ টাকা করা হল। এই সুবিধা পাবেন ৫ বছরের বেশি বয়সের যাত্রীরা। পাঁচ বছরের কম হলে পাওয়া যাবে ৩ লাখ টাকা।

বৈষ্ণোদেবী যাত্রীদের দুর্ঘটনার ক্ষেত্রে প্রায় বিনামূল্যে চিকতসার ব্যবস্থাও করেছে মন্দির পরিচালন বোর্ড। এক্ষেত্রে দুর্ঘটনাগ্রস্থ যাত্রীদের কোনও সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিতসার সুযোগ দেওয়া হবে।

আরও পড়ুন-দেশে ফিরলেন এম জে আকবর, আজই তাঁকে ইস্তফা দিতে বলবেন মোদী!

শ্রী মাতা বৈষ্ণোদেবী শ্রাইং বোর্ডের ওই মুখপাত্র আরও জানিয়েছেন, কাটরা থেকে ভাওয়ান যাওয়ার পথে পূণ্যার্থীদের জন্য চিকিতসা পরিকাঠামো আরও বাড়ানো হচ্ছে। লম্বিকেরিতে এবার একটি মেডিক্যেল ইউনিট রাখা হবে। ধস, পথ দুর্ঘটনা, পাথর নিক্ষেপের ঘটনায় আহত যাত্রীদের ওই চিকিতসার সুযোগ দেওয়া হবে। শুধু তাই নয়, আহত যাত্রীদের চিকতসার জন্য অনেকটাই খরচ বহন করবে মন্দির বোর্ড। এক্ষেত্রে ২ লাখ টাকা পর্যন্ত খরচ বহন করা হবে।

.