গোর্খাল্যান্ডের দাবিতে ভিনরাজ্যের সমর্থন আদায়ে দিল্লিতে সেমিনারে মোর্চা

পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে ভিনরাজ্যের জনসমর্থন আদায়ের কাজে নামছে গোর্খা জন মুক্তি মোর্চা। রবিবার নয়াদিল্লিতে গোর্খাল্যান্ডের সমর্থনে এক সেমিনারে যোগ দেন মোর্চা নেতা হড়কা বাহাদুর ছেত্রী। ২৮ সেপ্টেম্বর দেরাদুনেও এই ধরণের একটি সেমিনার হওয়ার কথা রয়েছে।

Updated By: Sep 22, 2013, 09:42 PM IST

পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে ভিনরাজ্যের জনসমর্থন আদায়ের কাজে নামছে গোর্খা জন মুক্তি মোর্চা। রবিবার নয়াদিল্লিতে গোর্খাল্যান্ডের সমর্থনে এক সেমিনারে যোগ দেন মোর্চা নেতা হড়কা বাহাদুর ছেত্রী। ২৮ সেপ্টেম্বর দেরাদুনেও এই ধরণের একটি সেমিনার হওয়ার কথা রয়েছে।
দিল্লিতে আগেও আন্দোলন কর্মসূচি পালন করেছে মোর্চা কর্মী সমর্থকরা। এবার জনসমর্থন আদায়ে সেমিনারের উপর জোর দিলেন মোর্চা নেতারা। রবিবার নয়াদিল্লিতে এমনই একটি জনসভায় নিজেদের দাবি দাওয়ার কথা তুলে ধরলেন মোর্চা নেতা হড়কা বাহাদুর ছেত্রী। মোর্চার লাগাতার বনধ,ঘরের ভিতর জনতা,সড়কে জনতা কর্মসূচির জেরে কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল পাহাড়ের জনজীবন। সরাসরি বনধ বা নাম বদলে মোর্চার সড়কে জনতা কর্মসূচিকে বেআইনি ও অসাংবিধানিক বলে ঘোষণা করেছিল কলকাতা হাইকোর্ট। সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েও লাভ হয়নি মোর্চার। এই পরিস্থিতিতে মোর্চা যে চাপের মুখে রয়েছে তা স্পষ্ট নেতৃত্বের কথায়। এবার তাই ঘরের বাইরেও জন সমর্থন বাড়াতে চাইছে মোর্চা। ছোট রাজ্যের দাবিতে চলা অন্য আন্দোলনগুলিকেও পাশে চাইছেন তাঁরা। আর সেই উদ্দেশ্যে শুরু হয়েছে জনমত গঠন। দিল্লির পর দেরাদুনে জনসভা করবে মোর্চা।

.