সারা দেশে বিনামূল্যে করোনার টিকা, জানালেন হর্ষবর্ধন
শুধু দিল্লিতে কেন, দেশ জুড়ে ফ্রি-তে দেওয়া হবে ভ্যাকসিন-- জানান স্বাস্থ্যমন্ত্রী।
নিজস্ব প্রতিবেদন: শনিবার দেশ জুড়ে দ্বিতীয় পর্যায়ের ড্রাই রান চলছে। দিল্লির একটি হাসপাতালে এসেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। সেখানে সাংবাদিকেরা তাঁকে টিকা সংক্রান্ত নানা প্রশ্ন করেন। তাঁদের প্রশ্নের উত্তরেই স্বাস্থ্যমন্ত্রী জানান, শুধু দিল্লিতে নয় করোনার টিকা গোটা দেশেই বিনামূল্যে দেওয়া হবে।
হর্ষবর্ধন এদিন বলেন, টিকাসংক্রান্ত সমস্ত তথ্যই বিস্তারিত ভাবে খুঁটিয়ে দেখা হয়েছে। এ নিয়ে কেউ যেন কোনও গুজবে কান না দেন, এই মর্মে দেশবাসীকে সতর্কও করেন স্বাস্থ্যমন্ত্রী।
হর্ষবর্ধন এদিন একটি টুইটে জানান, প্রথম পর্বে ১ কোটি স্বাস্থ্যকর্মী ও ২ কোটি করোনাযোদ্ধাদের (frontline workers) আগে টিকা দেওয়া হবে। আগামী জুলাইয়ের মধ্যে কী ভাবে বাকি ২৭ কোটি উপভোক্তাদের এই টিকা দেওয়া হবে, তা নিয়ে পরিকল্পনা করা হবে।
Also Read: করোনাটিকা নিয়ে কোনও গুজবে কান দেবেন না, দেশবাসীকে হর্ষবর্ধন