Mahakumbh:কুম্ভে সত্যিই কপাল খুলেছে! মেলার মাঠে চা বেচেই কোটিপতি শুভম প্রজাপত...
Mahakumbh: চা এবং জলের বোতল বিক্রি করে মাত্র একদিনে ৫,০০০ টাকা লাভ! ১ দিন = ৫০০০ টাকা লাভ হলে, ৩০ দিনে ১৫০,০০০টাকা লাভ, জেনেই চক্ষু চড়কগাছ নেটপাড়ায়...
![Mahakumbh:কুম্ভে সত্যিই কপাল খুলেছে! মেলার মাঠে চা বেচেই কোটিপতি শুভম প্রজাপত... Mahakumbh:কুম্ভে সত্যিই কপাল খুলেছে! মেলার মাঠে চা বেচেই কোটিপতি শুভম প্রজাপত...](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2025/02/13/521161-mahakumvh-chawala.png)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রয়াগরাজের মহাকুম্ভ বিশ্বের বৃহত্তম সমাবেশগুলির মধ্যে একটি এবং এখানে প্রতিদিন সমাজের সকল স্তরের কোটি কোটি মানুষ আসেন। একজন কন্টেন্ট নির্মাতা মেলায় একটি ছোট অস্থায়ী স্টল দিয়েছিলেন, সেখানে তিনি চা এবং জলের বোতল বিক্রি করেছিলেন। তিনি দাবি করেছেন প্রতি কাপ চা ১০ টাকায় বিক্রি করে মাত্র একদিনে ৫,০০০ টাকা লাভ করেছেন তিনি, এবং সেখানে তিনি সকলকে বলেছেন এ বিষয়ে কারোর কিছু বলার থাকলে বলতে।
আরও পড়ুন- Income Tax Bill: সংসদে পেশ হচ্ছে নয়া আয়কর বিল, বদলে যাচ্ছে ট্যাক্সের নিয়মের খোলনলচে! কবে লাগু?
'কুম্ভমেলায় চা বিক্রি করছি,'কন্টেন্ট নির্মাতা শুভম প্রজাপত ক্যাপশনে লিখেছেন। সেখানে তাঁকে একটি ছোট গাড়িতে চা এবং জলের বোতল বিক্রি করতে দেখা যাচ্ছে এমন একটি ভিডিয়ো শেয়ার করেছেন তিনি। প্রজাপতের মতে, সকালে তাঁর চায়ের দোকানে খদ্দেরদের ভিড় দেখা গিয়েছিল, কিন্তু বিকেলে ব্যবসা অনেকটা কমে যায়, এরফলে তিনি বিশ্রামের সময় পেয়ে যান।
সন্ধ্যায়, তিনি মেলায় ঘুরে তাঁর পণ্য বিক্রি করার সিদ্ধান্ত নেন এবং সেই ভিডিয়োটিও তিনি শেয়ার করেছেন। তিনি বলেছেন, সেদিন ৭,০০০ টাকা মূল্যের চা বিক্রি করেছেন তিনি, যার ফলে ৫,০০০ টাকা লাভ হয়েছে।
প্রজাপতের এই দাবি সকল মানুষকে অবাক করে দিয়েছে। কেউ কেউ তাঁর এই উদ্যোক্তাপূর্ণ মনোভাবের প্রশংসা করেছেন, আবার কেউ কেউ দ্রুত হিসাব কষেছেন এইভাবে আয় হলে এক মাসে তাঁর সম্ভাব্য আয়ের হিসাব করেছেন তাঁরা। একজন তাঁর ইন্সটাগ্রাম ফলোয়ার বলেছেন, '১ দিন = ৫০০০, তাহলে ৩০ দিন = ১৫০,০০০টাকা,' আবার অন্য একজন জিজ্ঞাসা করেছেন সেই পোস্টে, 'মাসে ১,৫০,০০০ টাকা?' তৃতীয়জন রসিকতা করে বলেছেন, 'কুম্ভ চাওয়ালা,' নাগপুরের একজন চা বিক্রেতা ডলি চাওয়ালাকে উল্লেখ করে প্রশংসা করেছেন। ডলি চাওয়ালা তাঁর অসাধারণ চা তৈরির স্টাইলের কারণে ইন্টারনেট সেনসেশন হয়ে উঠেছিলেন।
অন্যরা তাঁর প্রশংসা প্রকাশ করেছেন, একজন আবার বলেছেন, 'আমি মনে করি এই পোস্ট আমার কাজে আসতে পারে,' এবং অন্য একজন মন্তব্য করেছেন, '৭০০০ হাজার এর মধ্যে ৫০০০ লাভ? বাহ!' ষষ্ঠ ব্যক্তি লিখেছেন, 'ভাই, আমাকে আমার পড়াশোনা ছেড়ে দিতে অনুপ্রাণিত করছেন আপনি।'
এর আগে, একজন ব্লগার, নাম মোনালিসা ভোলস তিনি তাঁর ভিডিয়ো শেয়ার করার পর দেখেছিলেন ইন্টারনেটে তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ছে ঠিকই কিন্তু ব্যবসায় কোন সাফল্য হচ্ছে না। জানা গেছে, ভিড় এড়াতে তিনি মহাকুম্ভ ছেড়ে বাড়ি যেতে বাধ্য হয়েছিলেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)