টানা দুদিন, ঘাপটি মেরে থাকা আরও ১ জঙ্গির খোঁজে চলছে সার্চ অপারেশন
এনিয়ে টানা দুদিন। রবিবার ভোরে কাশ্মীরের লেথাপোরা সিআরপিএফ ট্রেনিং সেন্টারে হামলা চালায় জঙ্গিরা। এখনও সেখানে এক জঙ্গি লুকিয়ে রয়েছে বলে মনে করা হচ্ছে
নিজস্ব প্রতিবেদন: ভোর রাতে আচমকা হামলায় ইতিমধ্যেই ৫ জওয়ান শহিদ হয়েছেন। মারাত্মক জখম আরও ৩। সেনার পাল্টা হামলায় ২ জইশ জঙ্গি নিহত হয়েছে। এর পরও চলছে 'সার্চ অপারেশন'।
এনিয়ে টানা দুদিন। রবিবার ভোরে কাশ্মীরের লেথাপোরা সিআরপিএফ ট্রেনিং সেন্টারে হামলা চালায় জঙ্গিরা। এখনও সেখানে এক জঙ্গি লুকিয়ে রয়েছে বলে মনে করা হচ্ছে।
রবিবার ভোর রাতে জইশ জঙ্গিরা সিআরপিএফের ওই ট্রেনিং সেন্টারে ঢুকে টানা ১৫-২০ মিনিট গুলি চালায়। তার পরেই সেন্টারের পাশের একটি ভবনে লুকিয়ে পড়ে জঙ্গিরা। টানা গুলির লড়াই চালিয়ে রবিবার বিকালে ২ জঙ্গিকে নিকেশ করে সেনা। এদের মধ্যে এক জঙ্গি ক্লাস টেনের ছাত্র।
সেনার আপারেশন টিমের সন্দেহ আরও এক জঙ্গি এখনও লুকিয়ে রয়েছে কাম্পাসে। তাকে খুঁজতে টানা অপারেশন চালাচ্ছে সেনা।
আরও পড়ুন-সোশ্যালের ময়দানে মদন, তরতরিয়ে বাড়ছে লাইক
জম্মু ও কাশ্মীরের ডিজি এস পি বেদ সংবাদ মাধ্যমে জানিয়েছেন, হামলা যে হতে পারে সে সম্পর্কে আগে থেকেই একটা খবর ছিল। কারণ, গত মাসে সেনাবাহিনী নিকেশ করেছে জঙ্গিশ নেতা ছোটা নুরকে। তার প্রতিশোধ নিতেই এই হামলা বলে মনে করা হচ্ছে।