টিকা নিয়েও Covid আক্রান্ত; মন্ত্রী বলছেন প্রচুর ইমিউনিটি আমার, দ্বিতীয় Dose চাই না

ভারত বায়েটেকের Covaxin এর ট্রায়ালের সময়ে টিকা নিয়েছিলেন ভিজ। তার পরেই বিপত্তি

Updated By: Mar 1, 2021, 05:20 PM IST
টিকা নিয়েও Covid আক্রান্ত; মন্ত্রী বলছেন প্রচুর ইমিউনিটি আমার, দ্বিতীয় Dose চাই না

নিজস্ব প্রতিবেদন: দেশে ফের বাড়ছে করোনার প্রকোপ। খোদ প্রধানমন্ত্রী আজ এইমসে গিয়ে করোনা টিকা নিয়েছেন। আর হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী বলছেন, তাঁর করোনা ভ্যাকসিনের প্রয়োজন নেই।

আরও পড়ুন-SSC-PTTI সমস্যার সমাধান, নিয়মিত নিয়োগ সহ একগুচ্ছ প্রতিশ্রুতি BJP-র খসড়া ইশতেহারে

গত নভেম্বর মাসেই খবরে এসেছিলেন হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ(Anil Vij)। ভারত বায়েটেকের Covaxin এর ট্রায়ালের সময়ে টিকা নিয়েছিলেন ভিজ। তার পরেই বিপত্তি। পনের দিনের মধ্যে তিনি করোনা আক্রান্ত হয়ে পড়েন। হাসপাতালে বেশ কিছুদিন ভর্তি থেকে সুস্থ হন।  এখন উল্টো সুর গাইছেন বারবার বিতর্কিত মন্তব্য করে খবর তৈরি করতে পটু ভিজ।

আরও পড়ুন-ভোট ঘোষণা হতেই দেওয়ালে দেওয়ালে শোভা পাচ্ছে ব্যঙ্গচিত্র

সোমবার এক টুইট করে ভিজ দাবি করেছেন, 'সাধারণ মানুষের জন্য করোনা ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। এখন আর কারও  ভ্যাকসিন নিতে আপত্তি থাকার কথা নয়। তবে আমি নেব  না। কারণ করোনা আক্রান্ত হওয়ার পর আমার দেহে অ্যান্টিবডি কাউন্ট ৩০০ যা খুবই বেশি। হতে পারে ট্রায়ালের সময়ে ভ্যাকসিন নেওয়ার পর এতটা ইমিউনিটি দেহে তৈরি হয়েছে। তাই এখনই আমার ভ্যাকসিন নেওয়ার কোনও প্রয়োজন নেই।'

.