পাইলটবিহীন হামলাকারী যান ধ্বংস হবে কয়েক সেকেন্ডে, QRSAM-এর সফল পরীক্ষা ভারতের

মোবাইল লঞ্চারের রেডার পাইলটবিহীন টার্গেট ভেহিকেলসটিকে খুঁজে নেওয়ার পরই মিসাইলটি ছুটে যাবে টার্গেটের দিকে

Updated By: Nov 14, 2020, 04:20 PM IST
পাইলটবিহীন হামলাকারী যান ধ্বংস হবে কয়েক সেকেন্ডে, QRSAM-এর সফল পরীক্ষা ভারতের
ছবি-টুইটার

নিজস্ব প্রতিবেদন: এবার পাইলটবিহীন যানকে কাবু করতে নতুন একটি সারফেস-টু-এয়ার মিসাইলের সফল পরীক্ষা করল ভারত। শুক্রবার ওড়িশার চাঁদিপুর থেকে ওই ক্যুইক রেসপন্স সারফেস-টু-এয়ার মিসাইল(QRSAM)মাত্র ১৩ সেকেন্ড ধ্বংস করল একটি পাইলটলেস টার্গেট ভেহিকেলকে। সেই ভিডিয়ো শেয়ার করেছে সংবাদসংস্থা এএনআই।

আরও পড়ুন-তারাপীঠে সেজে উঠেছে বিগ্রহ, পঞ্চ ব্যঞ্জনে ভোগ নিবেদন তারামাকে

ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি হয়েছেন এই  QRSAM।  যে কোনও মোবাইল লঞ্চিং ভেহিকেল থেকে এটিকে ছোড়া যাবে।  উত্ক্ষেপণের কয়েক সেকেন্ডের মধ্যেই  এটি টার্গেট খুঁজে নিয়ে তাকে ধ্বংস করতে পারবে। 

আরও পড়ুন-পাকিস্তান যে ভাষা বোঝে তাকে সেই ভাষাতেই জবাব দিতে হবে, উরিতে পাক হামলা নিয়ে সরব অধীর

প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানান হয়েছে, এই মিসাইলের গতি থেকে অন্য সবকিছু বিষয়ই পরীক্ষা করে দেখা হয়েছে। এই মিসাইলটি সেনাবাহিনীকে আকাশপথে নিরাপত্তা দেবে। মোবাইল লঞ্চারের রেডার পাইলটবিহীন টার্গেট ভেহিকেলসটিকে খুঁজে নেওয়ার পরই মিসাইলটি ছুটে যাবে টার্গেটের দিকে। মিসাইলটির সফল উত্ক্ষপণে ডিআরডিওকে শুভেচ্ছো জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

.