Video: সেনাবাহিনীর বড় সাফল্য, LOC-র ওপারে বোমা মেরে উড়িয়ে দিল জঙ্গি শিবির
পাক অধিকৃত কাশ্মীরের লিপা ভ্যালিতে জঙ্গিদের প্রশিক্ষণ শিবির বোমা বর্ষণ করে গুঁড়িয়ে দিল তারা।
নিজস্ব প্রতিবেদন: কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের অস্ত্রবিরতি লঙ্ঘনের কড়া জবাব দিল ভারতীয় সেনা। পাক অধিকৃত কাশ্মীরের লিপা ভ্যালিতে জঙ্গিদের প্রশিক্ষণ শিবির বোমা বর্ষণ করে গুঁড়িয়ে দিল তারা। ফলে ভারতের কুপওয়াড়ায় অনুপ্রবেশের চেষ্টা বানচাল হল পাক ব্যাট স্কোয়াডের। জম্মু - কাশ্মীরের সাংবিধানিক বিশেষাধিকার প্রত্যাহারের পর থেকেই ক্ষেপে রয়েছে পাকিস্তান। কাশ্মীর সন্ত্রাসবাদ নির্মূলে ভারতের এই পদক্ষেপের পর বার বার অস্ত্রবিরতি লঙ্ঘন করছে তারা।
চুরির দায়ে গ্রেফতার হবে মমতা, চাঞ্চল্যকর দাবি মুকুল রায়ের
#WATCH: Indian Army foiled an infiltration attempt by a Pakistani BAT(Border Action Team) squad along the Line of Control in Keran Sector of Kupwara in the 1st week of Aug. Bodies of eliminated Pakistani Army regulars/terrorists along with equipment seen in video.#JammuAndKashmir pic.twitter.com/kXKsJskVs0
— ANI (@ANI) September 9, 2019
এরই মধ্যে বিএসএফ সূত্রের জলপথে সমুদ্র পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছে জইশ-ই-মহম্মদের জঙ্গি। সূত্রের খবর, পাকিস্তানে জইশের ৫০ জঙ্গিকে গভীর সমুদ্রে ডাইভিং শেখানো হচ্ছে। উপকূলরক্ষী বাহিনী ও ভারতীয় বায়ুসেনার ওপর হামলা চালানোর জন্য এই প্রশিক্ষণ চলছে বলে জানিয়েছেন গোয়েন্দারা।
সূত্রের খবর, সেনাবাহিনীর সাদার্ন কম্যান্ডের কাছে পৌঁছেছে এই রিপোর্ট। বলে রাখি, ২০০৮ সালে সমুদ্রপথে মুম্বইয়ে ঢুকে হামলা চালিয়েছিল পাকিস্তানি জঙ্গিরা।