মনিপুরে সেনা বাহিনীর ক্ষমতায় রাশ টানল আদালত
মণিপুরে সেনার ক্ষমতায় রাশ টানার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। যথেচ্ছভাবে ক্ষমতার ব্যবহার করতে পারবে না সেনা এবং আধাসেনা। জানিয়েছে দেশের সর্বোচ্চ আদালত।
![মনিপুরে সেনা বাহিনীর ক্ষমতায় রাশ টানল আদালত মনিপুরে সেনা বাহিনীর ক্ষমতায় রাশ টানল আদালত](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/07/08/60098-manipur.jpg)
ওয়েব ডেস্ক: মণিপুরে সেনার ক্ষমতায় রাশ টানার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। যথেচ্ছভাবে ক্ষমতার ব্যবহার করতে পারবে না সেনা এবং আধাসেনা। জানিয়েছে দেশের সর্বোচ্চ আদালত।
গত দু-দশকে সেনার হাতে ভুয়ো এনকাউন্টারের প্রায় পনেরশো অভিযোগ নিয়েও বিস্তারিত তথ্য তলব করেছে সুপ্রিম কোর্ট। কোনও স্বতন্ত্র সংস্থাকে দিয়ে এই বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ভুয়ো এনকাউন্টারের এই সমস্ত অভিযোগের ক্ষেত্রে, সেনার নিজস্ব তদন্তে আদালতের কোনও আপত্তি নেই বলেও জানানো হয়েছে।
বিগত কয়েক দশক ধরে আফস্পা জারি রয়েছে উত্তর-পূর্বের এই রাজ্যে। অশান্ত বা স্পর্শকাতর এলাকার ক্ষেত্রে এই আইনের বলে সেনাবাহিনীর হাতে বিশেষ ক্ষমতা দেওয়া থাকে। কার্যত আইনের উর্ধ্বে রাখা হয় তাদের। যে কোনও অভিযান বা অপারেশনে প্রয়োজন হয় না কোনও অনুমতি। কিন্তু বারবার এই অধিকারের অপব্যবহারের অভিযোগ উঠেছে সেনার বিরুদ্ধে। অভিযোগ উঠেছে নিরীহদের ওপর অত্যাচারের।