সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে আজ শপথ নিচ্ছেন বিচারপতি শরদ অরবিন্দ বোবডে

সাম্প্রতিক অযোধ্যা মামলায় যে ৫ বিচারপতির বেঞ্চে তৈরি হয়েছিল তার সদস্য ছিলেন বিচারপতি বোবডে

Updated By: Nov 18, 2019, 10:55 AM IST
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে আজ শপথ নিচ্ছেন বিচারপতি শরদ অরবিন্দ বোবডে

নিজস্ব প্রতিবেদন: সুপ্রিম কোর্টের ৪৭তম প্রধান বিচারপতি হিসেবে আজ শপথ নিচ্ছেন বিচারপতি শরদ অরবিন্দ বোবডে। আগামী ১৮ মাস ওই পদে থাকবেন তিনি।

নিয়মমাফিক গত ১৮ অক্টোবর পরবর্তি প্রধান বিচারপতি হিসেবে কেন্দ্রের কাছে শরদ বোবডের নাম প্রস্তাব করেন প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। বর্তমানে সুপ্রিম কোর্টে দ্বিতীয় বরিষ্ঠ বিচারপতি হলেন বোবডে।

আরও পড়ুন-রাজ্য মন্ত্রিসভায় বড়সড় রদবদল, নতুন দায়িত্বে ব্রাত্য-রাজীব

মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি বোবডের জন্ম ১৯৫৬ সালে নাগপুরে। এসএফএস কলেজ থেকে স্নাতক হয়ে নাগপুর বিশ্ববিদ্যালয় থেকে থেকে আইনের ডিগ্রি লাভ করেন বোবডে। ১৯৭৮ সালে মহারাষ্ট্র বার কাউন্সিলে নিজের নাম নথিভূক্ত করেন তিনি।

বর্তমানে মহারাষ্ট্র ন্যাশনাল ল ইউনিভার্সিটির উপাচার্যের পদে রয়েছেন বোবডে। ২০০০ সালে বম্বে হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে দায়িত্ব পান বোবডে। ২০১২ সালের মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হন। ২০১৩ সালে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন তিনি।

আরও পড়ুন-রাজ্যপালকে ডেকে সঠিক দিকনির্দেশ করুন, অমিত শাহকে বলল তৃণমূল

উল্লেখ্য, সাম্প্রতিক অযোধ্যা মামলায় যে ৫ বিচারপতির বেঞ্চে তৈরি হয়েছিল তার সদস্য ছিলেন বিচারপতি বোবডে। প্রাক্তন প্রধান বিচারপতির বিরুদ্ধে ওঠা যৌন হয়রানির অভিযোগে গঠিত কমিটিতেও ছিলেন তিনি। ২০২১ সালের ২৩ এপ্রিল অবসর নেবেন বিচারপতি বোবডে।

.