আরও জেরা! এখনই ছাড়া হবে না লাদাখের ডেমচকে ধৃত চিনা ফৌজিকে
চিনা সেনার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, আশাকরি নিখোঁজ ওই সেনাকে যত তাড়াতাড়ি সম্ভব ফিরিয়ে দেওয়া হবে
নিজস্ব প্রতিবেদন: লাদাখের ডেমচকে ধৃত চিনা ফৌজিকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। তাকে এখনই ছাড়া হবে না। এমনটাই সংবাদমাধ্যম সূত্রে খবর। চিনের হাতে তুলে দেওয়ার আগে ওই চিনা সেনাকর্মীকে জেরা করবেন ভারতীয় সেনা গোয়েন্দারা।
আরও পড়ুন-মেডিক্যালে ফের আক্রান্ত বহু চিকিৎসক, উদ্বেগ বাড়ছে স্বাস্থ্যভবনে
উল্লেখ্য, সোমবার লাদাখের ডেমচকে এলএসি পার করে ভারতীয় সীমানায় ঢুকে পড়ে ওয়াং ইয়া লং নামে ওই চিনা ফৌজি। তার কাছ থেকে বেশকিছু সামরিক নথি পাওয়া গিয়েছে বলে দাবি করেছে সেনা।
ধৃত ওই চিনা ফৌজি ঝোঝিয়াং প্রদেশের শাংজিঝেনের বাসিন্দা। কর্পোরাল র্যাঙ্কের ওই ফৌজিকে হেফাজতে নিয়েছিল ভারতীয় সেনা। ভারতীয় সেনার তরফে এক বিবৃতিতে সোমবার জানানো হয় , ওয়াং ইয়া লং নামে এক পিএলএ সেনাকে পূর্ব লাদাখের ডেমচকে গ্রেফতার করা হয়েছে। এলএসি পার করে সে ভারতীয় সীমান্তে ঢুকে পড়েছিল।
এদিকে, পিএলএ-র তরফে ওই সেনাকে কোথায় রাখা হয়েছে তা জানতে চাওয়া হয়। এলএসি পার করে ভারতীয় সীমান্তে ঢুকে পড়া ওই চিনা সেনা কোনও চরবৃত্তির কাজে জড়িত কিনা তা জানার চেষ্টা চলছে। তবে তাকে খাবার, গরম জামাকাপড়, অক্সিজেন দিয়েছে ভারতীয় সেনা। নিয়ম অনুযায়ী তাকে চুশুলের মলডোতে চিনা সেনার হাতে তুলে দেওয়া হবে। তবে তা এখনওই নয়। এমনটাই সূত্রের খবর।
আরও পড়ুন-ধুতি পাঞ্জাবিতে 'খাঁটি বাঙালি' প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন BJP-র দুর্গাপুজো
চিনা সেনার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, আশাকরি নিখোঁজ ওই সেনাকে যত তাড়াতাড়ি সম্ভব ফিরিয়ে দেওয়া হবে। দুদেশের সেনা পর্যায়ের বৈঠকে এলাকায় শান্তি বজায় রাখার ব্যাপারে সহমত পোষন করেছিল দুপক্ষই। সেকথা আশাকরি মনে রাখবে ভারত।