Lalu Yadav: চলে এল বিশাল আপডেট! মোদী সরকারের আয়ু কতদিন? জানিয়ে দিলেন বড় নেতা...
দলের সমস্ত কর্মীদের প্রস্তুত থাকতে বলছি। কারণ যে কোনও ভোট সময় হতে পারে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাত্র এক মাসও নয়, নতুন সরকার শপথ নিয়েছে। তবে আর বেশি দিন নয়। অগাস্টের মধ্যেই পড়ে যাবে মোদী সরকার। বোমা ফাটালেন লালু যাদব। কারণ তাঁর দাবি, কেন্দ্রে মোদী সরকার 'খুবই দুর্বল'।
২০২৪-এর লোকসভা ভোটে সরকার গড়েছে এনডিএ। যদিও বিজেপি একক সংখ্যা গরিষ্ঠতা পায়নি। ৪০০ পাবে বলে দাবি করলেও, ভোটের ফল বেরতে দেখা যায়, বিজেপি পেয়েছে মাত্র ২৪১ টি আসন। ফলে সরকার গড়ার জন্য বিজেপিকে জোট শরিকদের হাত ধরতে হয়। সেখানে নীতীশ কুমার একটি প্রধান 'ফ্যাক্টর' হয়ে দাঁড়ায়। 'ফ্যাক্টর' হয়ে দাঁড়ায় চন্দ্রবাবু নাইডুর টিডিপিও। নীতীশ-নাইডু এনডিএ-তে থাকবে বলে আশ্বস্ত করার পরই মোদী ৩.০ সরকার গঠনের পথ সুগম হয়। কিন্তু এবার বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব 'ডেটলাইন' বেঁধে দিলেন মোদী সরকারের।
লালু দাবি করেছেন, মাত্র এক মাস আগে, জুনে ক্ষমতায় আসা নরেন্দ্র মোদী সরকারের পতন ঘটতে পারে অগাস্টের মধ্যে। লালু বলেন, "আমি আমার দলের সমস্ত কর্মীদের প্রস্তুত থাকতে বলছি। কারণ যে কোনও ভোট সময় হতে পারে। দিল্লিতে মোদী সরকার খুবই দুর্বল। অগাস্টের মধ্যে সরকার পড়ে যেতে পারে।" শুক্রবার রাষ্ট্রীয় জনতা দলের প্রতিষ্ঠা দিবসে দলীয় কর্মীদের উদ্দেশে এক ভাষণে এই মন্তব্য করেন লালু যাদব। পাশাপাশি, লোকসভা ভোটে আরজেডি-র পারফরম্যান্স নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন।
এর পাশাপাশি, লালুপুত্র তথা আরজেডি নেতা তেজস্বী যাদব বলেন, লোকসভা নির্বাচনে দলের পারফরম্যান্স পর্যালোচনা করা হয়েছে। এও বলেন যে, তিনি যদি দলের নেতা নির্বাচিত হন, তাহলে দলকে জয়ের দিকে নিয়ে যাওয়ার দায়িত্ব তাঁর। সাফ জানান, দরকারে বিধায়ক প্রার্থীও পরিবর্তন করবেন তিনি।
আরও পড়ুন, Dilip Ghosh: রাজনীতি ছাড়ছেন দিলীপ ঘোষ? 'টা টা বাই-বাই' তোপে তুঙ্গে জল্পনা...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)