স্কুলের ভিতর আচমকা ঢুকে পড়ল চিতাবাঘ, আহত তিন
চলছে স্কুল। হঠাত্ বাইরে বাঘের গর্জন। এমনিতে স্কুলে কোনও স্যারকে বাঘের মত ভয় পায় অনেকে। কিন্তু তা বলে একেবারে জ্যান্ত বাঘের মত আওয়াজ আসছে কোথা থেকে?ব্যাপরটা বোঝা গেল কিছুক্ষণ পর। আস্ত একটা চিতাবাঘ ছুটতে ছুটতে ঢুকে পড়ল স্কুল চত্বরে।
![স্কুলের ভিতর আচমকা ঢুকে পড়ল চিতাবাঘ, আহত তিন স্কুলের ভিতর আচমকা ঢুকে পড়ল চিতাবাঘ, আহত তিন](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/07/23/40505-bagh.jpg)
ওয়েব ডেস্ক: চলছে স্কুল। হঠাত্ বাইরে বাঘের গর্জন। এমনিতে স্কুলে কোনও স্যারকে বাঘের মত ভয় পায় অনেকে। কিন্তু তা বলে একেবারে জ্যান্ত বাঘের মত আওয়াজ আসছে কোথা থেকে?ব্যাপরটা বোঝা গেল কিছুক্ষণ পর। আস্ত একটা চিতাবাঘ ছুটতে ছুটতে ঢুকে পড়ল স্কুল চত্বরে।
হুলস্থল কাণ্ড পুরো স্কুল জুড়ে। কর্নাটকের চিকমাগিলুর জেলা এক স্কুলে ঘটে এই ঘটনা। বাঘ, বাঘ বলে চিত্কার করে যে যেখানে পারছে ছুট দিচ্ছে। বাঘ বাবাজি তো চিত্কার শুনে থতমত। বাঘের ভয়ে ছুটোছুটিতে আহত তিনজন। পরে অবশ্য বাঘটিকে বাগে আনা গিয়েছে। কী করে বাঘটি এল তা এখনও জানা যায়নি।