ইভিএম-এ নয়, দেশের একমাত্র এই কেন্দ্রে ভোট নেওয়া হবে ব্যালটে, কেন জানেন?

দেশের সব জায়গায় ইভিএম-এ ভোট গ্রহণ করা হলেও তেলেঙ্গানার একটি কেন্দ্রে ভোট নেওয়া হবে ব্যালট পেপারে। কারণ জানলে অবাক হবেন।

Updated By: Mar 29, 2019, 11:34 AM IST
ইভিএম-এ নয়,  দেশের একমাত্র এই কেন্দ্রে ভোট নেওয়া হবে ব্যালটে, কেন জানেন?

নিজস্ব প্রতিবেদন: দেশের সব জায়গায় ইভিএম-এ ভোট গ্রহণ করা হলেও তেলেঙ্গানার একটি কেন্দ্রে ভোট নেওয়া হবে ব্যালট পেপারে। কারণ জানলে অবাক হবেন।

আরও পড়ুন-দাপুটে 'কমরেড' তড়িত্ তোপদারের বাড়িতে বিজেপি প্রার্থী অর্জুন সিং!  

তেলেঙ্গানার নিজামাবাদ কেন্দ্রের জন্য বিকল্প ব্যবস্থা করতে বাধ্য হয়েছে নির্বাচন কমিশন। কারণ এই কেন্দ্রে নির্বাচনী লড়াইয়ে রয়েছে মোট ১৮৫ প্রার্থী। এদের মধ্যে রয়েছেন ১৭৮ জন কৃষক।

বৃহস্পতিবার ছিল মনোনয়ণ পত্র প্রত্যাহারের শেষ দিন। রাজ্য নির্বাচন কমিশনের মুখপাত্র রজত কুমার জানিয়েছেন, নিজামাবাদ কেন্দ্রে নির্বাচনী লড়াইয়ে রয়েছেন ১৮৫ প্রার্থী।

নিজামাবাদ কেন্দ্র থেকে লড়াইয়ে নেমেছেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয়েকে কবিতা। তাঁর বিরুদ্ধে লড়ছেন কংগ্রেসের মধু গৌড়।

আরও পড়ুন-মেলেনি অনুমতি, ৩ এপ্রিল শিলিগুড়িতে মোদীর সভা ঘিরে অনিশ্চয়তা

কৃষির সমস্যা নিয়ে বহুদিন ধরেই সরব ছিলেন রাজ্যের কৃষকরা। এবার তারা ভোটের ময়দানে নেমে পড়েছেন। বিশেষ করে মশলা চাষীরা একযোগে ভোটে দাঁড়িয়ে পড়েছেন।

প্রসঙ্গত, কোনও ইভিএম-এ মোট ৬৪ জন প্রার্থীর নাম ব্যবহার করা যায়। ফলে ব্যালট ব্যবহার করতে বাধ্য হচ্ছে নির্বাচন কমিশন।  

.