২০১৪ সালে জিতে আসা এক তৃতীয়াংশ সাংসদকেই এবার টিকিট দিচ্ছে না বিজেপি

২০১৪ সালের লোকসভা নির্বাচনে মোদী হাওয়ায় ভর করে জিতে গিয়েছিলেন বহু প্রার্থী। তাদের অনেককেই এবার বাদ দেওয়া হচ্ছে

Updated By: Apr 6, 2019, 01:16 PM IST
২০১৪ সালে জিতে আসা এক তৃতীয়াংশ সাংসদকেই এবার টিকিট দিচ্ছে না বিজেপি

নিজস্ব প্রতিবেদন: গো বলয়ের তিন রাজ্যে ক্ষমতা হাতছাড়া হলেও ফের কেন্দ্রে ক্ষমতায় ফেরার ব্যাপারে আশাবাদী বিজেপি। একথা মাথায় রেখেই প্রার্থী বাছার ক্ষেত্রে চরম সতর্ক গেরুয়া শিবির।

আরও পড়ুন-পাহাড়ে এবার দেড় লক্ষ ভোটে জিতবে তৃণমূল: বিনয় তামাং

দলীয় কোন্দল ও অন্যান্য সমস্যার কথা মাথায় রেখে দলের এক তৃতীয়াংশ বর্তমান সাংসদদের আর টিকিট নাও দিতে পারে বিজেপি। এমনটাই দাবি সংবাদমাধ্যমে।

ইতিমধ্যেই ২০১৪ সালে বিজেপির টিকিটে জিতেছিলেন এমন ৭১ সাংসদকে আর টিকিট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দল। আরও ২৬ জন রয়েছেন এই তালিকায়। সংখ্যাটা আরও বাড়তে পারে। সবেমিলিয়ে এই সংখ্যা গিয়ে দাঁড়াতে পারে বর্তমান সাংসদদের এক তৃতীয়াংশ পর্যন্ত।

দলের ধারনা ২০১৪ সালের লোকসভা নির্বাচনে মোদী হাওয়ায় ভর করে জিতে গিয়েছিলেন বহু প্রার্থী। তাদের অনেককেই এবার বাদ দেওয়া হচ্ছে। পাশাপাশি স্থানীয় ইস্যু ও প্রতিষ্ঠান বিরোধী হাওয়া বুঝে এবার আর টিকিট দেওয়া হচ্ছে না বাহু সাংসদকে।

আরও পড়ুন-কর্মসংস্থান ও কৃষিক্ষেত্রে পশ্চিমবঙ্গের সাফল্য ভালো নয়, বলছে সমীক্ষা

এবার মোট ৪০০ আসনে প্রার্থী দিচ্ছে বিজেপি। বাকী আসনে লড়াই করবে এনডিএ শরিকরা। তবে প্রার্থী দেওয়ার ক্ষেত্রে এবার দেখা হচ্ছে কোনও প্রার্থীর জনপ্রিয়তা কতটা, তাঁর বিরুদ্ধে দলে কোনও অসন্তোষ রয়েছে কিনা। এতটাই সাবধানতা অবলম্বন করা হচ্ছে দলের তরফে।

.