মকর সংক্রান্তিতে গুজরাতের আকাশ জুড়ে শুধুই মোদী

এ বার ঘুড়িতেও নরেন্দ্র মোদী। আর কিছুদিন পরেই মকর সংক্রান্তি। তার আগে গুজরাত জুড়ে মোদী-ম্যানিয়া। বাজারে দেদার বিকোচ্ছে মোদীর ছবি-আঁকা ঘুড়ি। অপেক্ষা শুধু আকাশে ওড়ার।

Updated By: Jan 2, 2014, 11:38 AM IST

এ বার ঘুড়িতেও নরেন্দ্র মোদী। আর কিছুদিন পরেই মকর সংক্রান্তি। তার আগে গুজরাত জুড়ে মোদী-ম্যানিয়া। বাজারে দেদার বিকোচ্ছে মোদীর ছবি-আঁকা ঘুড়ি। অপেক্ষা শুধু আকাশে ওড়ার।

দুহাজার চোদ্দোর লোকসভা ভোটে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীকে নিয়ে উচ্ছ্বাস এখন দেশের অনেক প্রান্তেই। ইতিমধ্যেই বাজারে জনপ্রিয় মোদী টুপি কিংবা মোদীর ছবি আকা টি শার্ট। আর এসবের সঙ্গেই এবার নতুন সংযোজন- মোদীর ছবি দেওয়া ঘুড়ি। গুজরাটে এমনই ঘুড়ি তৈরি করেছেন ব্যবসায়ীরা। নরেন্দ্র মোদীর কথায় প্রায় সবসময়ই এসেছে স্বামী বিবেকানন্দের প্রসঙ্গ। তাঁর আদর্শের কথা। তাই ঘুড়িতেও মোদীর পাশেই রয়েছেন স্বামীজি। এছাড়াও মিলছে মোদী আর তাঁর মায়ের ছবি দেওয়া ঘুড়িও। তবে এ ঘুড়ি আর পাঁচটা সাধারণ ঘুড়ির মতো আকাশে উড়লেও মোদী ক্যারিশমায় এর দাম দাঁড়িয়েছে দ্বিগুণ। এক একটি ঘুড়ি বিকোচ্ছে পঞ্চাশ টাকায়।

ব্যবসায়ীরা বলছেন, মকর সংক্রান্তির আগে রাজকোটে প্রায় এক কোটি ঘুড়ি তৈরি হয়। এবার মোদী ক্যারিশমায় সে সংখ্যাটা বাড়বে বলেই আশা। মোদী ভক্তরা বলছেন, চোদ্দোই জানুয়ারি মকর সংক্রান্তির দিন আকাশ হবে শুধুই মোদী-ময়।

.